আবুল কাসেম, সাতক্ষীরা
সাতক্ষীরার উপকূলে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে গাছপালা উজাড় হয়ে যাওয়ার চার বছরের মাথায় ফিরে আসতে শুরু করেছে সবুজ বনায়ন। সেখানে বিভিন্ন ব্যক্তি ও সংস্থার উদ্যোগে রোপণ করা হয়েছে নানা জাতের ফলদ ও বনজ গাছ। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপকূলীয় এলাকায় প্রচুর পরিমাণে গাছ রোপণে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২০ সালে আম্পানের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় সাতক্ষীরার উপকূল। তারপরও টিকে থাকা বাকি গাছগুলো লবণাক্ততার করাল গ্রাসে পড়ে মরে মরুভূমিতে রূপান্তর হওয়ার উপক্রম হয় পুরো এলাকা। পরিবেশে পড়ে বিরূপ প্রভাব। তবে আগের সে দৃশ্য এখন আর নেই। এলাকায় লবণসহিষ্ণু জাতের ফলদ ও বনজ গাছ লাগানোর ধুম পড়েছে। জাম, কতবেল, লিচু, কামরাঙা, সফেদা, তাল, আকাশমণি, নিম, বাবলা, খয়েরসহ বিভিন্ন গাছ লাগানো হচ্ছে উপকূলে।
আশাশুনির কুড়িকাহুনিয়া গ্রামের মাসুমবিল্লাহ বলেন, উপকূলীয় এলাকায় আম্পানের পর মরুভূমি হয়ে গিয়েছিল। এখন এখানে ব্যক্তি বা সংস্থার উদ্যোগে কিছু গাছ লাগানো হচ্ছে। আরও ভালো হয় যদি সরকারি উদ্যোগে বৃহৎ প্রকল্প নেওয়া যায়।
প্রতাপনগর গ্রামের মো. রাসেল জানান, আম্পানের পর প্রতাপনগর গাছহীন হয়ে পড়ে। কিন্তু বাঁধ হওয়ার পর ধীরে ধীরে সবাই গাছ রোপণ করতে শুরু করেন। কিছু গাছ মরে গেছে, আবার কিছু বেঁচে আছে। সব মিলিয়ে ধীরে ধীরে প্রতাপনগর সবুজায়নের দিকে যাচ্ছে। একই এলাকার আব্বাস হোসেন জানান, আম, জাম, নারকেলগাছ সব মারা গিয়েছিল। এখন বাবলা, শিরীষ, বেল, তালগাছ লাগানো হচ্ছে। এগুলো বেঁচে থাকছে, ছায়া দিচ্ছে।
৫০ কিলোমিটার রাস্তার পাশে নিজ উদ্যোগে কতবেল ও তালগাছ লাগিয়েছেন প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ গাজী। তিনি বলেন, ‘এই ইউনিয়ন ছিল একসময় সাগরের মতো, পরে হলো মরুভূমির মতো। আমি সংস্থার কাছ থেকে গাছ নিয়ে লাগিয়েছি। ২৫ হাজার তালের আঁটি পুঁতেছি। হাজার হাজার কতবেলগাছ লাগিয়েছি।’
তবে পুরো উপকূলীয় এলাকাকে সবুজ বেষ্টনীর মধ্যে নিয়ে আসতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা পরিষদের সভাপতি আশেক-ই-এলাহী। তিনি বলেন, লোকজন ব্যক্তি উদ্যোগে কাজ করতে পারে; কিন্তু সেটা সব সময় সফলতার মুখ দেখে না। তাই মূল কাজটা হবে সরকারের বন বিভাগের। সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে এটি হতে পারে।
উপকূলে লবণসহিষ্ণু জাতের গাছ লাগানোর পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তাদের। সাতক্ষীরা সামাজিক বনায়ন কর্মসূচির ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ বলেন, ‘বিভিন্ন ঝড়-বর্ষায় আশাশুনি, কালীগঞ্জ ও শ্যামনগরে বেড়িবাঁধ ভেঙে লবণপানি ঢুকে গাছ মারা যায়। বর্তমানে বৃষ্টির ফলে লবণাক্ততা কিছুটা কমেছে। আমরা সেখানে গাছ লাগাচ্ছি।’
সাতক্ষীরার উপকূলে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে গাছপালা উজাড় হয়ে যাওয়ার চার বছরের মাথায় ফিরে আসতে শুরু করেছে সবুজ বনায়ন। সেখানে বিভিন্ন ব্যক্তি ও সংস্থার উদ্যোগে রোপণ করা হয়েছে নানা জাতের ফলদ ও বনজ গাছ। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপকূলীয় এলাকায় প্রচুর পরিমাণে গাছ রোপণে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২০ সালে আম্পানের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় সাতক্ষীরার উপকূল। তারপরও টিকে থাকা বাকি গাছগুলো লবণাক্ততার করাল গ্রাসে পড়ে মরে মরুভূমিতে রূপান্তর হওয়ার উপক্রম হয় পুরো এলাকা। পরিবেশে পড়ে বিরূপ প্রভাব। তবে আগের সে দৃশ্য এখন আর নেই। এলাকায় লবণসহিষ্ণু জাতের ফলদ ও বনজ গাছ লাগানোর ধুম পড়েছে। জাম, কতবেল, লিচু, কামরাঙা, সফেদা, তাল, আকাশমণি, নিম, বাবলা, খয়েরসহ বিভিন্ন গাছ লাগানো হচ্ছে উপকূলে।
আশাশুনির কুড়িকাহুনিয়া গ্রামের মাসুমবিল্লাহ বলেন, উপকূলীয় এলাকায় আম্পানের পর মরুভূমি হয়ে গিয়েছিল। এখন এখানে ব্যক্তি বা সংস্থার উদ্যোগে কিছু গাছ লাগানো হচ্ছে। আরও ভালো হয় যদি সরকারি উদ্যোগে বৃহৎ প্রকল্প নেওয়া যায়।
প্রতাপনগর গ্রামের মো. রাসেল জানান, আম্পানের পর প্রতাপনগর গাছহীন হয়ে পড়ে। কিন্তু বাঁধ হওয়ার পর ধীরে ধীরে সবাই গাছ রোপণ করতে শুরু করেন। কিছু গাছ মরে গেছে, আবার কিছু বেঁচে আছে। সব মিলিয়ে ধীরে ধীরে প্রতাপনগর সবুজায়নের দিকে যাচ্ছে। একই এলাকার আব্বাস হোসেন জানান, আম, জাম, নারকেলগাছ সব মারা গিয়েছিল। এখন বাবলা, শিরীষ, বেল, তালগাছ লাগানো হচ্ছে। এগুলো বেঁচে থাকছে, ছায়া দিচ্ছে।
৫০ কিলোমিটার রাস্তার পাশে নিজ উদ্যোগে কতবেল ও তালগাছ লাগিয়েছেন প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ গাজী। তিনি বলেন, ‘এই ইউনিয়ন ছিল একসময় সাগরের মতো, পরে হলো মরুভূমির মতো। আমি সংস্থার কাছ থেকে গাছ নিয়ে লাগিয়েছি। ২৫ হাজার তালের আঁটি পুঁতেছি। হাজার হাজার কতবেলগাছ লাগিয়েছি।’
তবে পুরো উপকূলীয় এলাকাকে সবুজ বেষ্টনীর মধ্যে নিয়ে আসতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা পরিষদের সভাপতি আশেক-ই-এলাহী। তিনি বলেন, লোকজন ব্যক্তি উদ্যোগে কাজ করতে পারে; কিন্তু সেটা সব সময় সফলতার মুখ দেখে না। তাই মূল কাজটা হবে সরকারের বন বিভাগের। সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে এটি হতে পারে।
উপকূলে লবণসহিষ্ণু জাতের গাছ লাগানোর পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তাদের। সাতক্ষীরা সামাজিক বনায়ন কর্মসূচির ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ বলেন, ‘বিভিন্ন ঝড়-বর্ষায় আশাশুনি, কালীগঞ্জ ও শ্যামনগরে বেড়িবাঁধ ভেঙে লবণপানি ঢুকে গাছ মারা যায়। বর্তমানে বৃষ্টির ফলে লবণাক্ততা কিছুটা কমেছে। আমরা সেখানে গাছ লাগাচ্ছি।’
গাজীপুরের শ্রীপুরে ভাইয়ের লাশ বাড়িতে রেখে দাখিল পরীক্ষা দিয়েছে ছোট বোন সুরমা আক্তার। আজ বৃহস্পতিবার উপজেলার ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেয় সে। তাদের বাড়ি উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে।
১৪ মিনিট আগেশ্রুতিলেখক না পাওয়ায় এসএসসি পরীক্ষায় বসেও তেমন কিছু লিখতে পারেনি চট্টগ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী সাত শিক্ষার্থী। সংশ্লিষ্ট বিদ্যালয় এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের অবহেলায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনে নগরীর বাংলাদেশ
৩০ মিনিট আগেঢাকার সাভারে বান্ধবীর দাওয়াতে গিয়ে তাঁর স্বামীর ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। চেতনানাশক বড়ি সেবন করিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে ওই তরুণী অভিযোগ করেছেন। গত রোববারের এ ঘটনায় আজ বৃহস্পতিবার সাভার থানায় অভিযোগ দেওয়া হয়।
৩৬ মিনিট আগেসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বিজ্ঞানীরা গান্ধি ও স্যাপ বিটল নামের নতুন দুটি পোকার জাত শনাক্ত করেছেন। এর মধ্যে গান্ধি পোকা লিচুতে আর স্যাপ বিটল লাউয়ে আক্রমণ করে থাকে। সিকৃবির কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. ফুয়াদ মণ্ডলের নেতৃত্বে একদল গবেষক জাত দুটি শনাক্ত করেন।
৪০ মিনিট আগে