Ajker Patrika

আন্তনগর ট্রেনের বিরতিসহ ৬ দফা দাবিতে দর্শনায় রেলপথ অবরোধ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৭: ৩৭
আন্তনগর ট্রেনের বিরতিসহ ৬ দফা দাবিতে দর্শনায় রেলপথ অবরোধ

চুয়াডাঙ্গার দর্শনা রেলস্টেশনে দুটি আন্তনগর ট্রেনের বিরতিসহ ছয় দফা দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন দর্শনাবাসী। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় দর্শনা হল্ট স্টেশনে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেন আটকে এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়ান আন্দোলনকারীরা।

‘দর্শনার জন্য আমরা’ নামের একটি সংগঠনের ঘোষিত রেলপথ অবরোধ আন্দোলন কর্মসূচিতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সমাজ সেবক ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

রেলপথ অবরোধ আন্দোলনে অংশ নিয়ে বক্তারা বলেন, ‘দর্শনা হল্ট স্টেশনে সুন্দরবন আপ ও চিত্রা ডাউন ট্রেনের যাত্রাবিরতি এই দর্শনাবাসীর প্রাণের দাবি। অথচ রহস্যজনক কারণে দর্শনায় এ দুটি ট্রেনের বিরতি নেই। এতে মধ্যরাতে দুর্ভোগে পড়তে হয় দর্শনাসহ আশপাশের হাজার হাজার মানুষের।’ এ সময় দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা। 

পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ এস এম জাকারিয়া আলম বলেন, ‘রেলগেটে ওভারপাস, আন্ডারপাস নির্মাণ, রেলওয়ে কনটেইনার টার্মিনাল নির্মাণ, খুলনা-দর্শনা রেলপথে ডাবল লাইনের কাজ দ্রুত শুরু, বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পুনরায় দুটি এসি কোচ ও কোচ সংখ্যা বৃদ্ধি করতে হবে।’ 

৬ দফা দাবিতে চুয়াডাঙ্গার দর্শনায় রেলপথ অবরোধএদিকে রেলপথ অবরোধের খবর পেয়ে দর্শনা হল্ট স্টেশনে ছুটে আসেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা মিতা। এ সময় তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ‘এই যৌক্তিক দাবির পক্ষে প্রশাসন রয়েছে। এই দাবি পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আপনাদের হয়ে আমরা কাজ করে যাব।’ পরে ইউএনওর অনুরোধে আন্দোলন থেকে সরে দাঁড়ান আন্দোলনকারীরা। সচল হয় ট্রেন চলাচল। 

আন্দোলনকারীদের মধ্যে আরও বক্তব্য দেন ‘দর্শনার জন্য আমরা’ সংগঠনের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবু, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত