বাগেরহাট প্রতিনিধি
ঘূর্ণিঝড় ‘দানা’ কারণে আতঙ্কিত রাত পার করেছেন বাগেরহাটবাসী। তবে আশঙ্কাজনক আঘাত না হানায় যেন স্বস্তির সকাল পেলেন তাঁরা। আজ শুক্রবার সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় স্বাভাবিক কাজে ফিরেছেন উপকূলের বাসিন্দারা। ঝড়ের প্রভাব কেটে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় খুশি স্থানীয়রা।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা আতঙ্কে গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জেলাজুড়ে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে গেছে। ফলে রাতে কী হবে এই নিয়ে নির্ঘুম রাত কেটেছে আতঙ্কিত বাগেরহাটবাসীর। তবে সকালের সোনালি রোদে সব আতঙ্ক কাটিয়েছে।
সকালে বাগেরহাট শহরের ভৈরব নদীর তীরে শহররক্ষা বাঁধ সংলগ্ন এলাকায় বিভিন্ন মানুষকে কাজ করতে দেখা গেছে। সাগরে মাছ ধরা জাল তৈরির জন্য রশি সোজা করতে থাকা জেলে রবিউল ইসলাম বলেন, আমরা মাছ আহরণের জন্য বছরের একটা বড় সময় সাগরে অবস্থান করি। যার কারণে ঝড়-জলোচ্ছ্বাস আসলে আতঙ্কে থাকি। এবারও আমরা আতঙ্কে ছিলাম। তবে তেমন কিছুই হয়নি। স্বাভাবিক কাজকর্ম শুরু করেছি।
শরণখোলা উপজেলার বান্দাঘাটা এলাকায় নৌকা থেকে বালু তোলার কাজে নিয়োজিত মনির হোসেন বলেন, সকাল থেকে আবহাওয়া খুবই ভালো। কাজে আসছি। জানামতে এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বাগেরহাট সদর উপজেলার উৎকুল গ্রামের সবজি চাষি রাসেল মাহমুদ বলেন, রেমালের দুই বার অতিরিক্ত বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে। যখন শুনছিলাম আবার ঝড় হয়েছে তখন আতঙ্কিত ছিলাম। ঝড় না হওয়ায় আমরা আবার প্রাণ ফিরে পেয়েছি।
মাছ চাষি হাবিবুর রহমান বলেন, এ বছর দুইবার বন্যায় আমাদের মাছ ভেসে গেছে। শুনছিলাম এই ঝড়ে জলোচ্ছ্বাস হবে, তেমন কিছু হয়নি। এখন আবহাওয়া স্বাভাবিক আছে।
বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি ছিল। আমরা ওয়েবসাইট ও গণমাধ্যমে ঝড়ের গতিবিধি এবং খবর খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। মন্ত্রণালয় থেকে দেওয়া নির্দেশনা মতো কাজ করেছি। বেলা ১১টা পর্যন্ত বাগেরহাটে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জেলা প্রশাসক আরও বলেন, ‘এখন আবহাওয়া ভালো রয়েছে। এবারের প্রস্তুতি আমাদের জন্য একটি অভিজ্ঞতা। ভবিষ্যতে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যেকোনো দুর্যোগ সঠিকভাবে মোকাবিলা করা সম্ভব।’
ঘূর্ণিঝড় ‘দানা’ কারণে আতঙ্কিত রাত পার করেছেন বাগেরহাটবাসী। তবে আশঙ্কাজনক আঘাত না হানায় যেন স্বস্তির সকাল পেলেন তাঁরা। আজ শুক্রবার সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় স্বাভাবিক কাজে ফিরেছেন উপকূলের বাসিন্দারা। ঝড়ের প্রভাব কেটে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় খুশি স্থানীয়রা।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা আতঙ্কে গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জেলাজুড়ে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে গেছে। ফলে রাতে কী হবে এই নিয়ে নির্ঘুম রাত কেটেছে আতঙ্কিত বাগেরহাটবাসীর। তবে সকালের সোনালি রোদে সব আতঙ্ক কাটিয়েছে।
সকালে বাগেরহাট শহরের ভৈরব নদীর তীরে শহররক্ষা বাঁধ সংলগ্ন এলাকায় বিভিন্ন মানুষকে কাজ করতে দেখা গেছে। সাগরে মাছ ধরা জাল তৈরির জন্য রশি সোজা করতে থাকা জেলে রবিউল ইসলাম বলেন, আমরা মাছ আহরণের জন্য বছরের একটা বড় সময় সাগরে অবস্থান করি। যার কারণে ঝড়-জলোচ্ছ্বাস আসলে আতঙ্কে থাকি। এবারও আমরা আতঙ্কে ছিলাম। তবে তেমন কিছুই হয়নি। স্বাভাবিক কাজকর্ম শুরু করেছি।
শরণখোলা উপজেলার বান্দাঘাটা এলাকায় নৌকা থেকে বালু তোলার কাজে নিয়োজিত মনির হোসেন বলেন, সকাল থেকে আবহাওয়া খুবই ভালো। কাজে আসছি। জানামতে এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বাগেরহাট সদর উপজেলার উৎকুল গ্রামের সবজি চাষি রাসেল মাহমুদ বলেন, রেমালের দুই বার অতিরিক্ত বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে। যখন শুনছিলাম আবার ঝড় হয়েছে তখন আতঙ্কিত ছিলাম। ঝড় না হওয়ায় আমরা আবার প্রাণ ফিরে পেয়েছি।
মাছ চাষি হাবিবুর রহমান বলেন, এ বছর দুইবার বন্যায় আমাদের মাছ ভেসে গেছে। শুনছিলাম এই ঝড়ে জলোচ্ছ্বাস হবে, তেমন কিছু হয়নি। এখন আবহাওয়া স্বাভাবিক আছে।
বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি ছিল। আমরা ওয়েবসাইট ও গণমাধ্যমে ঝড়ের গতিবিধি এবং খবর খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। মন্ত্রণালয় থেকে দেওয়া নির্দেশনা মতো কাজ করেছি। বেলা ১১টা পর্যন্ত বাগেরহাটে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জেলা প্রশাসক আরও বলেন, ‘এখন আবহাওয়া ভালো রয়েছে। এবারের প্রস্তুতি আমাদের জন্য একটি অভিজ্ঞতা। ভবিষ্যতে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যেকোনো দুর্যোগ সঠিকভাবে মোকাবিলা করা সম্ভব।’
চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আলম নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) আওয়ামী লীগের এমপি ছিলেন। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম পুলিশের আ
৫ মিনিট আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
২৬ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩১ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
৩২ মিনিট আগে