ময়মনসিংহ প্রতিনিধি
চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। আজ বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ঢাকা থেকে জামালপুরগামী আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি দুই ঘণ্টা আটকে রাখেন। শিক্ষার্থীরা বলেন, কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলছে চলবেই। পরে বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থী তাইমুল হক বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। কোটাবিরোধী আন্দোলনে আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। আমি নিজেও চাই না কোটার দোহাই দিয়ে কেউ চাকরিতে আসুক। মুক্তিযুদ্ধের এত বছর পরেও কেন কোটা থাকবে। সেটা অবশ্যই সরকারকে বাতিল করতে হবে; না হয় আন্দোলন চলবেই।’
আরেক শিক্ষার্থী ইরান মিয়া বলেন, ‘আমরা দ্বিতীয় দিনের মতো ট্রেন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। কারণ, আদালত আমাদের বিষয়টি হেয়ালিপণার স্বরূপ দেখছে। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ হবে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে। সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দুই ঘণ্টা ট্রেন অবরোধ রেখে ছেড়ে দেওয়া হয়েছে।’
ট্রেনের যাত্রী সাইদুল হক বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছা অনেকটাই দুষ্কর হয়ে পড়েছে। সাধারণ যাত্রী হিসেবে আমাদের কেন এত ভোগান্তি পোহাতে হবে। আমার মনে হয় সরকারকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় সঠিক সিদ্ধান্ত হবে।’
ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক দীপক পাল বলেন, বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে বেলা ১টা ১০ মিনিটের দিকে শিক্ষার্থীরা ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুর এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি আটকে বিক্ষোভ করেন। পরে ৩টা ১০ মিনিটের দিকে বিক্ষোভ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বেশ কয়েকটি স্টেশনে ট্রেন আটকে থাকায় এতে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের।
এর আগে গতকাল বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ শেষে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন বাকৃবি। এতে প্রায় এক ঘণ্টা আটকে থাকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন।
চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। আজ বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ঢাকা থেকে জামালপুরগামী আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি দুই ঘণ্টা আটকে রাখেন। শিক্ষার্থীরা বলেন, কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলছে চলবেই। পরে বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থী তাইমুল হক বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। কোটাবিরোধী আন্দোলনে আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। আমি নিজেও চাই না কোটার দোহাই দিয়ে কেউ চাকরিতে আসুক। মুক্তিযুদ্ধের এত বছর পরেও কেন কোটা থাকবে। সেটা অবশ্যই সরকারকে বাতিল করতে হবে; না হয় আন্দোলন চলবেই।’
আরেক শিক্ষার্থী ইরান মিয়া বলেন, ‘আমরা দ্বিতীয় দিনের মতো ট্রেন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। কারণ, আদালত আমাদের বিষয়টি হেয়ালিপণার স্বরূপ দেখছে। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ হবে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে। সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দুই ঘণ্টা ট্রেন অবরোধ রেখে ছেড়ে দেওয়া হয়েছে।’
ট্রেনের যাত্রী সাইদুল হক বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছা অনেকটাই দুষ্কর হয়ে পড়েছে। সাধারণ যাত্রী হিসেবে আমাদের কেন এত ভোগান্তি পোহাতে হবে। আমার মনে হয় সরকারকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় সঠিক সিদ্ধান্ত হবে।’
ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক দীপক পাল বলেন, বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে বেলা ১টা ১০ মিনিটের দিকে শিক্ষার্থীরা ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুর এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি আটকে বিক্ষোভ করেন। পরে ৩টা ১০ মিনিটের দিকে বিক্ষোভ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বেশ কয়েকটি স্টেশনে ট্রেন আটকে থাকায় এতে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের।
এর আগে গতকাল বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ শেষে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন বাকৃবি। এতে প্রায় এক ঘণ্টা আটকে থাকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
১৭ মিনিট আগেক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
২২ মিনিট আগেবরগুনার আমতলীতে এক দিনে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২৭ জন আহত হয়েছেন। আহতদের স্বজনেরা উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে পটুয়াখালী ও বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেগত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও...
৪২ মিনিট আগে