ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদী থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সাপধরী ইউনিয়নের প্রজাপতি গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল হাই (৬০) ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় সদস্য এবং এক সময় সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছিলেন।
শশারিয়াবাড়ী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে তিনি। আব্দুল হাইয়ের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৯টার দিকে মলমগঞ্জ বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। আজ শনিবার সকাল ১০টার দিকে যমুনা নদীতে মাছ ধরতে যাওয়া মাঝিরা তাঁর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, আব্দুল হাইয়ের গলায় মাফলার পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর তাঁর লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, ‘আব্দুল হাই তিন মেয়াদে ইউপি সদস্য ছিলেন। তাঁর এভাবে মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত।’
ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু বলেন, ‘আব্দুল হাই বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তাঁর মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করা জরুরি। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’
জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদী থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সাপধরী ইউনিয়নের প্রজাপতি গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল হাই (৬০) ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় সদস্য এবং এক সময় সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছিলেন।
শশারিয়াবাড়ী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে তিনি। আব্দুল হাইয়ের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৯টার দিকে মলমগঞ্জ বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। আজ শনিবার সকাল ১০টার দিকে যমুনা নদীতে মাছ ধরতে যাওয়া মাঝিরা তাঁর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, আব্দুল হাইয়ের গলায় মাফলার পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর তাঁর লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, ‘আব্দুল হাই তিন মেয়াদে ইউপি সদস্য ছিলেন। তাঁর এভাবে মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত।’
ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু বলেন, ‘আব্দুল হাই বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তাঁর মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করা জরুরি। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
১৭ মিনিট আগেবান্দরবানের আলীকদমে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়ার চারা বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগেরাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।
১ ঘণ্টা আগে