প্রতিনিধি, ময়মনসিংহ
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রতি ওয়ার্ডে আগামী ৭,৮ ও ৯ তারিখে গণটিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে। গতকাল রোববার রাত ৮টায় ভার্চ্যুয়ালি এক আলোচনা সভায় এ কথা জানান মেয়র মো. ইকরামুল হক টিটু।
মসিক সূত্র জানায়, গত আগস্ট মাসের ৭, ৮ ও ৯ তারিখে ওয়ার্ড পর্যায়ে যারা মডার্না টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তারাই শুধু এ কার্যক্রমে দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন।
প্রত্যেক টিকা গ্রহীতাকে নির্ধারিত তারিখে এবং পূর্বে যে কেন্দ্রে টিকা নিয়েছেন সে কেন্দ্রে টিকা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে তারিখ বা কেন্দ্র পরিবর্তনের কোন সুযোগ নেই।
এবারও ৩৩ ওয়ার্ডে ৩৩ কেন্দ্রের ৬৬টি বুথে টিকা প্রদান করা হবে। টিকা প্রয়োগের জন্য ৬৬ জন নার্স এবং ৯৯ জন স্বেচ্ছাসেবী ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীগণ এই কার্যক্রম বাস্তবায়নে কাজ করবেন।
ভার্চ্যুয়ালি আলোচনা সভায় মসিক মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘সিটি করপোরেশনের নাগরিকেরা অনেকেই হয়তো ২য় ডোজের টিকা প্রদানের তারিখ সম্পর্কে অবহিত নাও থাকতে পারেন। এ জন্য প্রচার প্রচারণা চালিয়ে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে যেন একজন নাগরিকও ২য় ডোজের টিকা থেকে বঞ্চিত না হয়।’
এ সময় ভার্চ্যুয়ালি আলোচনা সংযুক্ত ছিলেন, মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, প্যানেল মেয়র, কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. এইচকে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান, ডা. তাসমিয়া জান্নাত, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ সংযুক্ত ছিলেন।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রতি ওয়ার্ডে আগামী ৭,৮ ও ৯ তারিখে গণটিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে। গতকাল রোববার রাত ৮টায় ভার্চ্যুয়ালি এক আলোচনা সভায় এ কথা জানান মেয়র মো. ইকরামুল হক টিটু।
মসিক সূত্র জানায়, গত আগস্ট মাসের ৭, ৮ ও ৯ তারিখে ওয়ার্ড পর্যায়ে যারা মডার্না টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তারাই শুধু এ কার্যক্রমে দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন।
প্রত্যেক টিকা গ্রহীতাকে নির্ধারিত তারিখে এবং পূর্বে যে কেন্দ্রে টিকা নিয়েছেন সে কেন্দ্রে টিকা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে তারিখ বা কেন্দ্র পরিবর্তনের কোন সুযোগ নেই।
এবারও ৩৩ ওয়ার্ডে ৩৩ কেন্দ্রের ৬৬টি বুথে টিকা প্রদান করা হবে। টিকা প্রয়োগের জন্য ৬৬ জন নার্স এবং ৯৯ জন স্বেচ্ছাসেবী ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীগণ এই কার্যক্রম বাস্তবায়নে কাজ করবেন।
ভার্চ্যুয়ালি আলোচনা সভায় মসিক মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘সিটি করপোরেশনের নাগরিকেরা অনেকেই হয়তো ২য় ডোজের টিকা প্রদানের তারিখ সম্পর্কে অবহিত নাও থাকতে পারেন। এ জন্য প্রচার প্রচারণা চালিয়ে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে যেন একজন নাগরিকও ২য় ডোজের টিকা থেকে বঞ্চিত না হয়।’
এ সময় ভার্চ্যুয়ালি আলোচনা সংযুক্ত ছিলেন, মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, প্যানেল মেয়র, কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. এইচকে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান, ডা. তাসমিয়া জান্নাত, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ সংযুক্ত ছিলেন।
খাদিজা বেগম আরও বলেন, ‘চাঁদাবাজি করার জন্যই আমাকে না জানিয়ে কৌশলে আক্তার হোসেন মামলার বাদী হয়েছেন। রিপন হত্যার সঙ্গে বকশীগঞ্জের কোনো মানুষ জড়িত না। কারণ আমার স্বামী মারা গেছেন ঢাকার উত্তরায়। মামলা করার আগেই আক্তার হোসেন মামলার ভয় দেখিয়ে দুই শতাধিক নিরীহ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকার বাণিজ্য করেছেন।
১৮ মিনিট আগেপ্রথমবারের মতো রাজশাহী এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের আলুপট্টি মোড়ে বিপিএল চ্যাম্পিয়নস ট্রফি প্রদর্শনীর জন্য উন্মোচন করা হয়।
২৮ মিনিট আগেচট্টগ্রামের বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গতকাল শনিবার রাত দেড়টার দিকে খানখানাবাদ ইউনিয়নের ছৈয়দ আহমেদ টেক এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেতিনি নিজেকে সাংবাদিক, রাজনীতিবিদ এবং প্রধান উপদেষ্টার এক সময়ের সহকর্মী বলে পরিচয় দেন। তিনি ট্রাফিক পরিদর্শক জি এম মুসার সঙ্গে দেখা করতে চান। তাঁকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে দিতে হবে বলে দাবি করেন। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইজিপির কাছে বিভিন্ন অনিয়ম উল্লেখ করে অভিযোগ দেবেন...
১ ঘণ্টা আগে