নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিশু গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মোবাইল ফোনে খেলা ছেড়ে পড়তে বসতে বলায় সে রাগে এমনটি ঘটিয়েছে বলে দাবি করেছে পরিবার।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাহিম ভূঁইয়া (১২) ওই গ্রামের নাছির উদ্দিন ভূঁইয়ার ছেলে। সে নান্দাইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফাহিম ভূঁইয়া পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল। তার স্কুলে বার্ষিক পরীক্ষা চলছে। গতকাল মঙ্গলবার রাতে ঘরে পড়তে বসে। এর মধ্যে ফাঁকে ফাঁকে মোবাইল ফোনে খেলতে দেখে তার বাবা বকাঝকা করেন। রাগে-অভিমানে সবার অজান্তে গলায় মাফলার পেঁচিয়ে গ্রিলের সঙ্গে আত্মহত্যা করে সে। একপর্যায়ে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফাহিমের মামা মেহেদী হাসান পলাশ আজকের পত্রিকাকে বলেন, ‘ফাহিম অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। মোবাইল রেখে পড়তে বলায় সে রাগে এমন ঘটনা ঘটিয়েছে। গলায় ফাঁস দিয়ে হয়তো সে বাঁচতে চেষ্টা করেছিল, কারণ তার বইগুলো বিছানার মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সেখানেই প্রস্রাব করে ফেলেছে।’
তিনি আরও বলেন, ‘বার্ষিক পরীক্ষা চলছে। আর দুইটা পরীক্ষা বাকি ছিল। এর মধ্যে আদরের ভাগনেকে এভাবে হারাতে হবে, ভাবতে পারিনি।’
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদ আহমেদ বলেন, ‘পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
ময়মনসিংহের নান্দাইলে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিশু গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মোবাইল ফোনে খেলা ছেড়ে পড়তে বসতে বলায় সে রাগে এমনটি ঘটিয়েছে বলে দাবি করেছে পরিবার।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাহিম ভূঁইয়া (১২) ওই গ্রামের নাছির উদ্দিন ভূঁইয়ার ছেলে। সে নান্দাইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফাহিম ভূঁইয়া পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল। তার স্কুলে বার্ষিক পরীক্ষা চলছে। গতকাল মঙ্গলবার রাতে ঘরে পড়তে বসে। এর মধ্যে ফাঁকে ফাঁকে মোবাইল ফোনে খেলতে দেখে তার বাবা বকাঝকা করেন। রাগে-অভিমানে সবার অজান্তে গলায় মাফলার পেঁচিয়ে গ্রিলের সঙ্গে আত্মহত্যা করে সে। একপর্যায়ে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফাহিমের মামা মেহেদী হাসান পলাশ আজকের পত্রিকাকে বলেন, ‘ফাহিম অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। মোবাইল রেখে পড়তে বলায় সে রাগে এমন ঘটনা ঘটিয়েছে। গলায় ফাঁস দিয়ে হয়তো সে বাঁচতে চেষ্টা করেছিল, কারণ তার বইগুলো বিছানার মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সেখানেই প্রস্রাব করে ফেলেছে।’
তিনি আরও বলেন, ‘বার্ষিক পরীক্ষা চলছে। আর দুইটা পরীক্ষা বাকি ছিল। এর মধ্যে আদরের ভাগনেকে এভাবে হারাতে হবে, ভাবতে পারিনি।’
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদ আহমেদ বলেন, ‘পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
ডিএনসিসি প্রশাসক বলেছেন, বেরাইদে ৭ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শেষ পর্যায়ে, আরও ১৯ কিলোমিটার রাস্তা নির্মাণ শুরু হচ্ছে। তিনি এলাকাগুলো পরিকল্পিত নগরায়ণে উন্নয়ন করার আশ্বাস দেন। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে সেনাবাহিনীকে তদারকিতে সম্পৃক্ত করা হচ্ছে বলে জানান তিনি।
৫ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে ডাঙ্গারচর-সল্টগোলা ঘাটে নৌকা পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন যাত্রীরা। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এই ঘাটে পয়লা বৈশাখ থেকে জনপ্রতি ভাড়া ৫ টাকা বৃদ্ধি করে ২০ টাকা করা হয়েছে।
৯ মিনিট আগেসাতক্ষীরার পাটকেলঘাটায় বাসচাপায় শিশুসন্তানসহ এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী ও আরেক সন্তান আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক কুমিরা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মা ও শিশু হলো রিতা সাধু (৩২) ও ছেলে সৌরভ সাধু (৩)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন রিতার
১৩ মিনিট আগেবগুড়ার শেরপুরে করতোয়া নদীর পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। লাশটির মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ আজ শুক্রবার দুপুরে গাড়িদহ ইউনিয়নের চণ্ডীজন গ্রাম থেকে লাশটি উদ্ধার করে। এটি পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। নিহত ব্যক্তির পরনে ছিল একটি লুঙ্গি।
২২ মিনিট আগে