Ajker Patrika

দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার

জামালপুর প্রতিনিধি
দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার

দলীয় সংসদ সদস্যের বিরুদ্ধে বিরূপ মন্তব্যের প্রতিবাদে মিছিল করে সাময়িক বহিষ্কার হলেন দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেল এবং সাধারণ সম্পাদক সোহেল রানা। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাঁদের উপজেলা ছাত্রলীগের পদ থেকে সাময়িক বহিষ্কার করে জামালপুর জেলা ছাত্রলীগ।

আজ শনিবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী স্বাক্ষরিত পত্রে এই তথ্য জানানো হয়। এ ছাড়া কেন তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা ৩ কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।

রাকিবুল হাসান রুবেল ও সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ, গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগ আয়োজিত মিছিলে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তথা জেলা আওয়ামী লীগের বিরুদ্ধে তাঁরা কুরুচিপূর্ণ বক্তব্য ও মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

গত ২ নভেম্বর দেওয়ানগঞ্জের একটি রাস্তার উন্নয়নকাজের অনিয়ম দুর্নীতি নিয়ে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের কাছে এলাকাবাসী অভিযোগ করেন। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সংসদ সদস্য আবুল কালাম আজাদ জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি দেখার নির্দেশ দেন। এই খবরে কাজের ঠিকাদার মো. শাকিরুজ্জামান রাখাল সংসদ সদস্য আবুল কালাম আজাদকে নিয়ে বিরূপ মন্তব্য করেন।

এই নিয়ে গত দুদিন ধরেই দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। কাজের ঠিকাদার শাকিরুজ্জামান রাখাল দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাঁর বড় ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত