ময়মনসিংহ প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় প্রধান অভিযুক্ত অটোরিকশাচালক মোশাররফ হোসেনকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে অটোরিকশাটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় বিচারসহ চার দফা দাবিতে গতকাল রোববার বিক্ষোভ ও সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের প্রধান নাজমুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ করার পরই অভিযান শুরু করে পুলিশ। পাশাপাশি যানবাহনে তল্লাশি শুরু করে। পরে অটোরিকশাচালক মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। সে নেত্রকোনার পূর্বধলা উপজেলার নেত্রকোনা গ্রামের হাবিবুল্লাহর ছেলে।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক দীন মোহাম্মদ দিনু জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে কাজ শুরু করা হয়েছে। প্রক্টরিয়াল বডির পদত্যাগপত্র দেওয়ার বিষয়টি আলোচনা করে সুরাহা করা হচ্ছে।
গতকাল সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের কাছে চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট রাস্তা ব্যতীত সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল নিষিদ্ধ করা, এসব বাহনের নির্ধারিত কোড ও চালকদের নির্দিষ্ট পোশাকের ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের ফার্মের রাস্তাগুলোতে অবিলম্বে নিরাপত্তা জোরদার করা এবং শিক্ষার্থী শ্লীলতাহানির ঘটনায় অবিলম্বে বিচার করা।
৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড় থেকে শাহজালাল পশুপুষ্টি মাঠ গবেষণাগার সংলগ্ন রাস্তায় অটোরিকশাচালক কর্তৃক শ্লীলতাহানির শিকার হয় পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের এক নারী শিক্ষার্থী।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় প্রধান অভিযুক্ত অটোরিকশাচালক মোশাররফ হোসেনকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে অটোরিকশাটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় বিচারসহ চার দফা দাবিতে গতকাল রোববার বিক্ষোভ ও সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের প্রধান নাজমুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ করার পরই অভিযান শুরু করে পুলিশ। পাশাপাশি যানবাহনে তল্লাশি শুরু করে। পরে অটোরিকশাচালক মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। সে নেত্রকোনার পূর্বধলা উপজেলার নেত্রকোনা গ্রামের হাবিবুল্লাহর ছেলে।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক দীন মোহাম্মদ দিনু জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে কাজ শুরু করা হয়েছে। প্রক্টরিয়াল বডির পদত্যাগপত্র দেওয়ার বিষয়টি আলোচনা করে সুরাহা করা হচ্ছে।
গতকাল সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের কাছে চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট রাস্তা ব্যতীত সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল নিষিদ্ধ করা, এসব বাহনের নির্ধারিত কোড ও চালকদের নির্দিষ্ট পোশাকের ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের ফার্মের রাস্তাগুলোতে অবিলম্বে নিরাপত্তা জোরদার করা এবং শিক্ষার্থী শ্লীলতাহানির ঘটনায় অবিলম্বে বিচার করা।
৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড় থেকে শাহজালাল পশুপুষ্টি মাঠ গবেষণাগার সংলগ্ন রাস্তায় অটোরিকশাচালক কর্তৃক শ্লীলতাহানির শিকার হয় পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের এক নারী শিক্ষার্থী।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে কোরবান আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পুলিশ জানিয়েছে, তিনি একজন ডাকাত সর্দার এবং তাঁর বিরুদ্ধে ডাকাতির ৮ টির মামলা রয়েছে। সব মিলিয়ে তিনি ১০ মামলার আসামি।
২৪ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের এক আবাসিক শিক্ষার্থীর নামে ‘মাদক সেবন করে উচ্ছৃঙ্খল ও উগ্র আচরণের’ অভিযোগ উঠেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আজ বুধবার রাত ১টার দিকে মাদক সেবন করে হলের নিচতলায় ও ১০৬ নম্বর রুমে জোরে লাথি...
১ ঘণ্টা আগেগোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে ১০ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। আজ শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কুশলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেফেনীর কসকা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন রিকশার দুই যাত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজির দিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে