শেরপুর প্রতিনিধি
শেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শহরের নবীনগর এলাকায় এ ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক।
এ সময় জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে, ঠিক তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেও দেশ ও জনগণ নিরাপদে রয়েছে। কাজেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তিনি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যম আয়ের দেশ প্রতিষ্ঠা করে এখন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার কাজ করছেন।’
তিনি আরও বলেন, ‘শেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিস প্রতিষ্ঠার মাধ্যমে এ জেলার আরও একটি স্বপ্ন পূরণ হলো। প্রধানমন্ত্রী দেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে কাজ করছেন। ওই দক্ষ জনশক্তিকে কাজে লাগানোর মাধ্যম হলো পাসপোর্ট অফিস। যা এত দিন শেরপুরে ছিল না।’
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন—পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. ছারোয়ার হোসেন, শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।
পরে প্রধান অতিথি অন্যান্যদের নিয়ে ফলক উন্মোচন করে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ই-পাসপোর্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে. কর্নেল জামাল, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বিল্লাল হোসেন, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ ও ৪টি পাসপোর্ট অফিস ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রটোটাইপ ডিজাইনে শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনটি নির্মাণকাজ সম্পন্ন করেছে করেছে গণপূর্ত বিভাগ। ২৫ শতক জায়গার ওপর পাঁচ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৩ তলা ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৭৪ হাজার টাকা। মূল ভবনের আয়তন ৮৮২৬ বর্গফুট। ভবনটি নির্মাণ হওয়ায় জেলার প্রায় ১৭ লাখ নাগরিক সানন্দে ও সহজভাবে পাসপোর্ট সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন।
শেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শহরের নবীনগর এলাকায় এ ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক।
এ সময় জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে, ঠিক তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেও দেশ ও জনগণ নিরাপদে রয়েছে। কাজেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তিনি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যম আয়ের দেশ প্রতিষ্ঠা করে এখন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার কাজ করছেন।’
তিনি আরও বলেন, ‘শেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিস প্রতিষ্ঠার মাধ্যমে এ জেলার আরও একটি স্বপ্ন পূরণ হলো। প্রধানমন্ত্রী দেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে কাজ করছেন। ওই দক্ষ জনশক্তিকে কাজে লাগানোর মাধ্যম হলো পাসপোর্ট অফিস। যা এত দিন শেরপুরে ছিল না।’
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন—পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. ছারোয়ার হোসেন, শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।
পরে প্রধান অতিথি অন্যান্যদের নিয়ে ফলক উন্মোচন করে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ই-পাসপোর্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে. কর্নেল জামাল, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বিল্লাল হোসেন, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ ও ৪টি পাসপোর্ট অফিস ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রটোটাইপ ডিজাইনে শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনটি নির্মাণকাজ সম্পন্ন করেছে করেছে গণপূর্ত বিভাগ। ২৫ শতক জায়গার ওপর পাঁচ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৩ তলা ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৭৪ হাজার টাকা। মূল ভবনের আয়তন ৮৮২৬ বর্গফুট। ভবনটি নির্মাণ হওয়ায় জেলার প্রায় ১৭ লাখ নাগরিক সানন্দে ও সহজভাবে পাসপোর্ট সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন।
নেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
৬ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
২৬ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১ ঘণ্টা আগে