Ajker Patrika

নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে আরও একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৯ জুন ২০২৪, ১৫: ৩০
নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে আরও একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

নেত্রকোনা শহরের বনোয়াপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে আরও একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। গতকাল শনিবার রাত থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

এদিকে এই মুহূর্তে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান চালাচ্ছেন পুলিশের এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা। বাড়িটি গতকাল শনিবার দুপুর থেকে ঘিরে রাখা হয়েছিল। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে বাড়িটিতে অভিযান শুরু করা হয়।

পুলিশের এন্টি টেররিজম ইউনিটের পাশাপাশি একটি বম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত, সাইবার টিমসহ বেশ কয়েকটি বিশেষ টিম ওই অভিযানে অংশ নিয়েছে। সঙ্গে বিপুলসংখ্যক পুলিশ সদস্যও রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার (এসপি) মো. ফয়েজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ভাসাপাড়া এলাকার বাড়িতে তল্লাশির পর শহরের বনুয়াপাড়া এলাকার বাড়িটিতে তল্লাশি চালানো হবে। তল্লাশি শেষে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন–

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত