Ajker Patrika

নেত্রকোনায় জঙ্গি আস্তানা: ৪ জনের নামে মামলা

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১১ জুন ২০২৪, ১৭: ৪৩
নেত্রকোনায় জঙ্গি আস্তানা: ৪ জনের নামে মামলা

নেত্রকোনা সদর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি থেকে পিস্তল, গুলিসহ ৮০ ধরনের সরঞ্জাম জব্দের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে সন্ত্রাস দমন আইনে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর আশেকিন। 

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। 

পুলিশের এই কর্মকর্তা জানান, মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। 

উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে নেত্রকোনা জেলা পুলিশ, বোম ডিসপোজাল ইউনিট, বিশেষ অস্ত্র ও কৌশল (সোয়াত), সাইবার টিমসহ বেশ কয়েকটি বিশেষ টিমের সমন্বয়ে অভিযান চালানো হয়। এ অভিযান শেষ হয় গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। এর আগে গত শনিবার বেলা ১টা থেকে বাড়িটি ঘিরে রাখে পুলিশ। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন অভিযান সম্পন্নের ঘোষণা দিয়ে বলেন, এই বাড়িটি জঙ্গিদের একটি প্রশিক্ষণ শিবির। উদ্ধার করা সরঞ্জাম। ছবি: সংগৃহীত

অভিযানে পিস্তল, গুলি, ল্যাপটপ, ওয়াকিটকি, মোবাইল ফোন, রামদা, জিহাদি বইসহ ৮০ ধরনের মালামাল জব্দ করা হয়েছে। অভিযানের সময় দুটি শক্তিশালী আইইডি (দূর নিয়ন্ত্রিত) বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। প্রায় তিন একর জমিতে থাকা উঁচু প্রাচীর দেওয়া বাড়িটিতে তারা বেশ কিছুদিন ধরে বাস করে আসছিল।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত