Ajker Patrika

কেন্দুয়ায় পুকুর খননে বেড়িয়ে এল গ্রেনেড সদৃশ বস্তু 

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
কেন্দুয়ায় পুকুর খননে বেড়িয়ে এল গ্রেনেড সদৃশ বস্তু 

নেত্রকোনার কেন্দুয়ায় মাছের খামারের জন্য পুকুর খোঁড়ার সময় গ্রেনেড সদৃশ একটি বস্তু বেরিয়ে এসেছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ বস্তুটি পানিভর্তি বালতির মধ্যে রেখে স্থানীয়দের নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেয়। 

গতকাল বুধবার দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের রামনগর গ্রামে ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার দলপা ইউনিয়নের রামনগর গ্রামের ইমরান খান বুধবার দুপুরে খননযন্ত্র দিয়ে মাছের খামারের জন্য পুকুর খনন করাচ্ছিলেন। খননের একপর্যায়ে গ্রেনেড সদৃশ একটি বস্তু বেরিয়ে আসে। এ নিয়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ গিয়ে গ্রেনেড সদৃশ বস্তুটিকে পানিভর্তি বালতির মধ্যে রেখে স্থানীয়দের নিরাপদ দূরত্বে অবস্থান করতে নির্দেশ দেয়। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল এলে গ্রেনেড সদৃশ বস্তুটি আসলে কী, তা জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত