জামালপুরে আ.লীগ নেতা জাহাঙ্গীর ঢাকায় গ্রেপ্তার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  
Thumbnail image
প্রতীকী ছবি

জামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ নেতা এস এম জাহাঙ্গীর আলম ওরফে পেট কাটা জাহাঙ্গীর ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। আজ শনিবার মতিঝিল থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিপ জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে দক্ষিণ কমলাপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

জাহাঙ্গীর ইসলামপুর পৌর শহরের দরিয়াবাদ এলাকার বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ১০ নভেম্বর মতিঝিলে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা। এ ঘটনায় (১২ নভেম্বর) ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করে মতিঝিল থানায় উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আজিজ সেক বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় জাহাঙ্গীরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মোহাম্মদ হোসাইন বলেন, ‘জাহাঙ্গীর আলম ওরফে পেটকাটা জাহাঙ্গীর নামে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে দক্ষিণ কমলাপুর এলাকার একটি আবাসিক হোটেল থেকে আটক করা হয়। তাঁকে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ঢাকার চিফ জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে।’

উল্লেখ্য, ২০২১ সালে ইসলামপুর পৌরসভা নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হন এস এম জাহাঙ্গীর আলম। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় ওই বছরের ১৩ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে গ্রেপ্তার এড়াতে জাহাঙ্গীর আত্মগোপনে ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত