চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও স্কুলশিক্ষক আকতার হোসেনকে (৪৫) পিটিয়ে পা ভেঙে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। মুমূর্ষু অবস্থায় তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার বিলচলন ইউনিয়নের চর সেনগ্রাম এলাকায় হামলার এ ঘটনা ঘটে। আহত চেয়ারম্যান আকতার আওয়ামী লীগ সমর্থক। তবে দলীয় কোনো পদে নেই। অপর দিকে হামলাকারীরা বিএনপি সমর্থক।
হাসপাতালে চিকিৎসাধীন ইউপি চেয়ারম্যান আকতার হোসেন অভিযোগ করেন, ‘ইরি স্কিম নিয়ে এলাকার জাফর সরদার, জিন্নাহ সরদার, মুনজিল হোসেনদের সঙ্গে আমার বিরোধ চলছিল। তারা মাঝেমধ্যে চাঁদা দাবি করত। চাঁদা না দেওয়ায় ও স্কিমের অংশ না নেওয়ায় তারা আমাকে হত্যার চেষ্টা করে। রোববার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাজারে যাওয়ার সময় পথিমধ্যে জাফর গং হামলা চালিয়ে আমার ডান পা ভেঙে দিয়েছে। শরীরে বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে।’
এ ব্যাপারে অভিযুক্ত জাফর সরদার বলেন, ‘আমি ঘটনার সময় ছিলাম না। শুনেছি পূর্বের একটি ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যান হামলার শিকার হয়েছেন। স্কিম নিয়ে কোনো ঘটনা না। আমি শোনার পর ঘটনাস্থলে গিয়ে লোকজনকে সরিয়ে দিই, তা না হলে গণপিটুনির ঘটনা ঘটত।’
আরেক অভিযুক্ত জিন্নাহ সরদার বলেন, ‘চেয়ারম্যানকে মারপিটের সঙ্গে আমি জড়িত নই। যেটা শুনেছি মাস ছয়েক আগে ওই চেয়ারম্যান দুর্ঘটনায় আহত এক মহিলার সালিস করে দেন। সেই সালিসে জরিমানার টাকা চেয়ারম্যান নিয়েছিলেন। কিন্তু আহত মহিলাকে কোনো টাকা দেননি। সেই জন্য এলাকার লোকজন তাকে ধরে মারপিট করেছে। আমি শোনার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে লোকজনের হাত থেকে তাকে উদ্ধার করি।’
এ বিষয়ে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার বলেন, ‘ঘটনা শুনেছি। তবে রোববার রাত ১০টা পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও স্কুলশিক্ষক আকতার হোসেনকে (৪৫) পিটিয়ে পা ভেঙে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। মুমূর্ষু অবস্থায় তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার বিলচলন ইউনিয়নের চর সেনগ্রাম এলাকায় হামলার এ ঘটনা ঘটে। আহত চেয়ারম্যান আকতার আওয়ামী লীগ সমর্থক। তবে দলীয় কোনো পদে নেই। অপর দিকে হামলাকারীরা বিএনপি সমর্থক।
হাসপাতালে চিকিৎসাধীন ইউপি চেয়ারম্যান আকতার হোসেন অভিযোগ করেন, ‘ইরি স্কিম নিয়ে এলাকার জাফর সরদার, জিন্নাহ সরদার, মুনজিল হোসেনদের সঙ্গে আমার বিরোধ চলছিল। তারা মাঝেমধ্যে চাঁদা দাবি করত। চাঁদা না দেওয়ায় ও স্কিমের অংশ না নেওয়ায় তারা আমাকে হত্যার চেষ্টা করে। রোববার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাজারে যাওয়ার সময় পথিমধ্যে জাফর গং হামলা চালিয়ে আমার ডান পা ভেঙে দিয়েছে। শরীরে বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে।’
এ ব্যাপারে অভিযুক্ত জাফর সরদার বলেন, ‘আমি ঘটনার সময় ছিলাম না। শুনেছি পূর্বের একটি ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যান হামলার শিকার হয়েছেন। স্কিম নিয়ে কোনো ঘটনা না। আমি শোনার পর ঘটনাস্থলে গিয়ে লোকজনকে সরিয়ে দিই, তা না হলে গণপিটুনির ঘটনা ঘটত।’
আরেক অভিযুক্ত জিন্নাহ সরদার বলেন, ‘চেয়ারম্যানকে মারপিটের সঙ্গে আমি জড়িত নই। যেটা শুনেছি মাস ছয়েক আগে ওই চেয়ারম্যান দুর্ঘটনায় আহত এক মহিলার সালিস করে দেন। সেই সালিসে জরিমানার টাকা চেয়ারম্যান নিয়েছিলেন। কিন্তু আহত মহিলাকে কোনো টাকা দেননি। সেই জন্য এলাকার লোকজন তাকে ধরে মারপিট করেছে। আমি শোনার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে লোকজনের হাত থেকে তাকে উদ্ধার করি।’
এ বিষয়ে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার বলেন, ‘ঘটনা শুনেছি। তবে রোববার রাত ১০টা পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টে বাতিলসহ ছয় দফা দাবিতে আন্দোলন করেছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১০টা থেকে রাজধানীর তেজগাঁও, মিরপুর, মোহাস্মদপুর এলাকায় সড়ক অবরোধ করেন তাঁরা।
৫ মিনিট আগেরাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকায় প্রাইভেট কার পার্কিং করায় চাঁদা নেওয়ার ভাইরাল ভিডিওর সেই তরুণ আশরাফুল আলমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
১৮ মিনিট আগেকুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার স্ত্রী মাহমুদা আখতারের নামে গাজীপুর, কুমিল্লা ও ঢাকার বিভিন্ন জায়গায় থাকা ৪ দশমিক ৭৫ একর জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১২টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগেস্বামীকে তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করে ২৮ এপ্রিল নাসির ও তামিমার আত্মপক্ষ সমর্থন
৩২ মিনিট আগে