নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের স্টোররুম থেকে সাড়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ শহরের চকমুক্তার দয়ালের মোড়ে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের স্টোর রুমে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম—সাইফুল ইসলাম (৪৫)। তিনি কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের স্টোর রুমে অভিযান চালায় পুলিশ। এ সময় কুরিয়ার সার্ভিসের গাজীপুরের টঙ্গী শাখা থেকে আসা টেপ দিয়ে মোড়ানো তিনটি পার্সেলে সাড়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পার্সেলের গাঁয়ে লেখা ছিল প্রাপকের নাম এলাহী ভরসা, সাপাহার, নওগাঁ এবং প্রাপকের মুঠোফোন নম্বর দেওয়া ছিল। প্রেরকের নামের জায়গায় লেখা ছিল এমএকে ট্রেডার্স টঙ্গী, ঢাকা এবং একটি মুঠোফোন নম্বর দেওয়া ছিল।
ওই দিনই এ ঘটনায় নওগাঁ সদর থানা-পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে।
এ বিষয়ে নওগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘গাঁজাভর্তি পার্সেলের গায়ে লেখা মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় গাজীপুরের টঙ্গী এলাকায় সাইফুলের অবস্থান শনাক্ত করা হয়। এরপর গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে টঙ্গী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের টঙ্গী শাখা থেকে গাঁজার পার্সেল বুকিং করার কথা স্বীকার করেছেন।’
ওসি আরও বলেন, ‘সাইফুল ইসলামের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একই ধরনের চারটি মামলা রয়েছে। সাইফুল কুরিয়ারের মাধ্যমে মাদকদ্রব্য সরবরাহকারী চক্রের একজন সক্রিয় সদস্য। এই চক্রের সদস্যরা প্রেরক ও প্রাপকের নামের জায়গায় ছদ্মনাম ব্যবহার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা এক জায়গা থেকে অন্য স্থানে পৌঁছে দিয়ে থাকেন। এই চক্রের অন্য সদস্যদের সম্পর্কে তথ্য জানার জন্য সাইফুলের বিরুদ্ধে আদালতের কাছে সাত দিনের রিমান্ড চাওয়া হবে।’
নওগাঁয় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের স্টোররুম থেকে সাড়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ শহরের চকমুক্তার দয়ালের মোড়ে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের স্টোর রুমে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম—সাইফুল ইসলাম (৪৫)। তিনি কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের স্টোর রুমে অভিযান চালায় পুলিশ। এ সময় কুরিয়ার সার্ভিসের গাজীপুরের টঙ্গী শাখা থেকে আসা টেপ দিয়ে মোড়ানো তিনটি পার্সেলে সাড়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পার্সেলের গাঁয়ে লেখা ছিল প্রাপকের নাম এলাহী ভরসা, সাপাহার, নওগাঁ এবং প্রাপকের মুঠোফোন নম্বর দেওয়া ছিল। প্রেরকের নামের জায়গায় লেখা ছিল এমএকে ট্রেডার্স টঙ্গী, ঢাকা এবং একটি মুঠোফোন নম্বর দেওয়া ছিল।
ওই দিনই এ ঘটনায় নওগাঁ সদর থানা-পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে।
এ বিষয়ে নওগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘গাঁজাভর্তি পার্সেলের গায়ে লেখা মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় গাজীপুরের টঙ্গী এলাকায় সাইফুলের অবস্থান শনাক্ত করা হয়। এরপর গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে টঙ্গী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের টঙ্গী শাখা থেকে গাঁজার পার্সেল বুকিং করার কথা স্বীকার করেছেন।’
ওসি আরও বলেন, ‘সাইফুল ইসলামের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একই ধরনের চারটি মামলা রয়েছে। সাইফুল কুরিয়ারের মাধ্যমে মাদকদ্রব্য সরবরাহকারী চক্রের একজন সক্রিয় সদস্য। এই চক্রের সদস্যরা প্রেরক ও প্রাপকের নামের জায়গায় ছদ্মনাম ব্যবহার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা এক জায়গা থেকে অন্য স্থানে পৌঁছে দিয়ে থাকেন। এই চক্রের অন্য সদস্যদের সম্পর্কে তথ্য জানার জন্য সাইফুলের বিরুদ্ধে আদালতের কাছে সাত দিনের রিমান্ড চাওয়া হবে।’
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি শাহ্ সারোয়ার কবিরের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেনের আদালতে এই আদেশ দেন। এর আগে গতকাল মঙ্গলবার দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকা থেকে তাঁকে
৯ মিনিট আগেজুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টে বাতিলসহ ছয় দফা দাবিতে আন্দোলন করেছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১০টা থেকে রাজধানীর তেজগাঁও, মিরপুর, মোহাস্মদপুর এলাকায় সড়ক অবরোধ করেন তাঁরা।
১৬ মিনিট আগেরাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকায় প্রাইভেট কার পার্কিং করায় চাঁদা নেওয়ার ভাইরাল ভিডিওর সেই তরুণ আশরাফুল আলমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
২৯ মিনিট আগেকুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার স্ত্রী মাহমুদা আখতারের নামে গাজীপুর, কুমিল্লা ও ঢাকার বিভিন্ন জায়গায় থাকা ৪ দশমিক ৭৫ একর জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১২টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
৪০ মিনিট আগে