Ajker Patrika

নলডাঙ্গায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু 

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১৫: ২৪
নলডাঙ্গায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু 

নাটোরের নলডাঙ্গায় পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দুজন। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। 

আজ শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার হালতি বিলে ও খাজুরার চাঁনপুরে মরা আত্রাই নদীতে এ ঘটনা ঘটে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতেরা হলেন—নলডাঙ্গার উপজেলার খোলাবাড়িয়া গ্রামের নুর হোসেনের ছেলে মোমিন হোসেন (৩৪) ও নওগাঁর আত্রাই উপজেলার ক্ষুদ্র পারবিশা গ্রামের সাদেক আলীর ছেলে রায়হান আলী (৩১)। 

আহতেরা হলেন—খোলাবাড়িয়ার কাফাজ উদ্দিনের ছেলে সেন্টু (৫২) ও রংপুর জেলার মকবুল হোসেন (৪৮)। মকবুল পেশায় শামুক ব্যবসায়ী। 

নলডাঙ্গা থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে উপজেলার হালতি বিলে মোমিন, সেন্টু ও মকবুল নৌকা নিয়ে শামুক তুলতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মোমিন নৌকা থেকে পানিতে পড়ে মারা যান। সেন্টু ও মকবুল গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে সেখানে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁরা সেখানে চিকিৎসাধীন। 

অন্যদিকে খাজুরার চাঁনপুরে মরা আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে রায়হান আলী নামের এক জেলের মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত