নওগাঁ প্রতিনিধি
নওগাঁ-৫ সদর আসনের মরছুলা বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের একটি কক্ষে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে ওই কেন্দ্রের চার নাম্বার বুথে এই ঘটনা ঘটে।
সরেজমিন দেখা যায়, ভোট কক্ষটি ভোটারদের জন্য প্রস্তুত করা হলেও দুর্বৃত্তের আগুনে দুই-তিনটি টেবিলের ওপরের অংশ পুড়ে গেছে। পাশে রাখা ভোট কেন্দ্রে ব্যবহৃত একটি কাপড়ও পুড়ে গেছে। কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তিরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।
ভোট কক্ষে আগুনের ঘটনাটি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হাসমত আলী।
হাসমত আলী বলেন, দুর্বৃত্তরা কেন্দ্রের বাইরে থেকে জানালা দিয়ে কেরোসিন তেল ঢেলে ভোট কক্ষে আগুন দিয়েছে। এ সময় আগুনে কেন্দ্রের ৪ নম্বর বুথের গোপন কক্ষ পুড়ে যায়। এছাড়া কেন্দ্রে ব্যবহৃত কাপড়ও পুড়ে গেছে। আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিক কেন্দ্রের দায়িত্ব থাকা আনসার ও পুলিশ সদস্যরা পানি ঢেলে নিভিয়ে ফেলে। জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়ানোর জন্যই এমন কর্মকাণ্ড ঘটানো হয়েছে।
এই ঘটনার পর থেকে কেন্দ্রটি পরিদর্শন করেন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
প্রসঙ্গ, এই আসনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ (ট্রাক), জাসদের এমএস আজাদ হোসেন মুরাদ (মশাল), জাতীয় পার্টির মো.ইফতারুল ইসলাম বকুল (লাঙ্গল)।
নওগাঁ-৫ সদর আসনের মরছুলা বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের একটি কক্ষে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে ওই কেন্দ্রের চার নাম্বার বুথে এই ঘটনা ঘটে।
সরেজমিন দেখা যায়, ভোট কক্ষটি ভোটারদের জন্য প্রস্তুত করা হলেও দুর্বৃত্তের আগুনে দুই-তিনটি টেবিলের ওপরের অংশ পুড়ে গেছে। পাশে রাখা ভোট কেন্দ্রে ব্যবহৃত একটি কাপড়ও পুড়ে গেছে। কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তিরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।
ভোট কক্ষে আগুনের ঘটনাটি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হাসমত আলী।
হাসমত আলী বলেন, দুর্বৃত্তরা কেন্দ্রের বাইরে থেকে জানালা দিয়ে কেরোসিন তেল ঢেলে ভোট কক্ষে আগুন দিয়েছে। এ সময় আগুনে কেন্দ্রের ৪ নম্বর বুথের গোপন কক্ষ পুড়ে যায়। এছাড়া কেন্দ্রে ব্যবহৃত কাপড়ও পুড়ে গেছে। আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিক কেন্দ্রের দায়িত্ব থাকা আনসার ও পুলিশ সদস্যরা পানি ঢেলে নিভিয়ে ফেলে। জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়ানোর জন্যই এমন কর্মকাণ্ড ঘটানো হয়েছে।
এই ঘটনার পর থেকে কেন্দ্রটি পরিদর্শন করেন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
প্রসঙ্গ, এই আসনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ (ট্রাক), জাসদের এমএস আজাদ হোসেন মুরাদ (মশাল), জাতীয় পার্টির মো.ইফতারুল ইসলাম বকুল (লাঙ্গল)।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
২৩ মিনিট আগেরংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
৩৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
৪২ মিনিট আগেদেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
১ ঘণ্টা আগে