Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ওপর হামলা, আ.লীগ নেতাসহ ৭ জনের নামে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৩: ৪৬
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ওপর হামলা, আ.লীগ নেতাসহ ৭ জনের নামে মামলা

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হাসান আলীর (৪৩) ওপর হামলার ঘটনায় তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বারুহাস ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম-সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হাসান আলী নিজে বাদী হয়ে মামলাটি করেন। 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

মামলার অন্য আসামিরা হলেন তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বাসিন্দা ও নৌকার কর্মী-সমর্থক মো. ঝিন্টু (৪৩), মো. মান্তু (২৮), মো. বাবু (৩৩), মো. রানু (৫২), মো. আরজু (৩৯) এবং মো. মজিদ আলী (৫৭)

মামলার অভিযোগপত্রে বলা হয়, গত ৭ জানুয়ারি সন্ধ্যায় তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন কৃষক লীগ অফিসে স্থানীয় লোকজনের সঙ্গে বসে চা খাচ্ছিলেন হাসান আলী। এ সময় আসামিরা নৌকার বিজয় মিছিল শুরু করেন এবং হাসান আলীকে দেখে বলেন, ‘পার্টি অফিসে বসে ঈগলের নির্বাচন করেছে’। তারা লোহার রড, বাটাম ও রামদা নিয়ে হাসান আলীকে হত্যার উদ্দেশে পার্টি অফিসে ঢুকে মারপিট শুরু করেন। এতে হাসান আলীর মাথা ও চোখে আঘাত লেগে গুরুতর জখম হন। 

তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানার মোবাইল নম্বরে ফোন দিলে বলেন, ‘হামলার ঘটনা ঘটেনি। ধস্তাধস্তি হয়েছে। বরং হাসান আলী আমার ভাগনে শরীফুল ইসলাম বাবুকে মারপিট করেছে। এ বিষয়ে গত ৭ জানুয়ারি হাসান আলী ও ইউপি সদস্য বিপ্লবকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত