Ajker Patrika

নাটোরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

নাটোর প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১০: ৪০
নাটোরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

নাটোরে এক ব্যক্তিকে মাইক্রোবাস থামিয়ে তুলে নিয়েছে দুর্বৃত্তরা। তবে সেই ব্যক্তি কে, তাঁর পরিচয় কেউ বলতে পারছে না। নাটোর শহরের এনএস সরকারি কলেজ মসজিদের সামনে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় তাঁকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। মাইক্রোবাসে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেওয়া, রগ কাটা বা কুপিয়ে আহত করার ঘটনাগুলো এত দিন শহরের বাইরে ঘটলেও এই প্রথম শহরের ভেতরে কাউকে মাইক্রোবাসে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেল। 

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় কলেজ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ধরনের তুলে নেওয়ার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে তুলে নেওয়া ব্যক্তিকে আহত বা রক্তাক্ত অবস্থায় জেলার কোনো এক প্রান্তে ফেলে রেখে যেত দুর্বৃত্তরা। তবে শুক্রবারের ঘটনার পর থেকে এখন পর্যন্ত এমন কারও সন্ধান পাওয়া যায়নি। 

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ‘লোকমুখে একজনকে মাইক্রোবাসে তুলে নেওয়ার কথা শুনেছি। তবে সে কে, তা আমরা জানি না। স্থানীয় লোকজনও বলতে পারছে না। কাউকে তুলে নেওয়ার অভিযোগ করেননি কেউ। তবে আমরা খোঁজ রাখছি এ ঘটনার।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছিলেন মুসল্লিরা। ছুটির দিন হওয়ায় রাস্তায় যানবাহন খুব একটা ছিল না। এরই মাঝে মসজিদের বিপরীত দিকের রাস্তায় এক ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি সাদা মাইক্রোবাস রাস্তায় ওই ব্যক্তির সামনে এসে দাঁড়ায়। এ সময় তাঁকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে যেতে দেখা যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি চলে যাওয়ায় ভেতরে কারা আছে, কতজন আছে, এমনকি গাড়ির নম্বর প্লেট দেখা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত