বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি রাজশাহীতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ২৩: ৪২
Thumbnail image

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার রাত ৯টার দিকে রাজশাহী মহানগরের লক্ষ্মীপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়। 

নগর ডিবি পুলিশের পরিদর্শক মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সজীব সাহার বিরুদ্ধে বগুড়া সদর থানায় চারটি মামলা রয়েছে। এরমধ্যে তিনটি হত্যা মামলা। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সজীব। 

তিনি জানান, রাজশাহীতে সজীব তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। রাতে তাকে গ্রেপ্তারের পর নগরের শাহমখদুম থানায় রাখা হয়েছে। বিষয়টি বগুড়া সদর থানায় অবহিত করা হয়েছে। সোমবার সকালে পুলিশের একটি দল এসে তাকে বগুড়া নিয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত