ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ ধামইরহাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আত্মগোপনে রয়েছেন। বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাঁরা কার্যালয়ে আসছেন না। এতে সেবা না পেয়ে বিপাকে পড়ছেন নাগরিকেরা।
উপজেলার বিভিন্ন দপ্তর সূত্রে জানা গেছে, সরকার পতনের দিন থেকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী দপ্তরে বসছেন না। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমিনুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও সদস্যদের একই অবস্থা। তাঁরা সরকার পতনের পর কে, কোথায় রয়েছেন কেউ বলতে পারছেন না। তাঁদের অনুপস্থিতে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
ধামইরহাট পৌর এলাকার বাসিন্দা মোখলেছুর রহমান জানান, ছেলের জন্মসনদের জন্য পৌরসভায় এসে দেখেন ফটকে তালা ঝুলছে। পরপর তিন দিন এসে দেখেন একই অবস্থা। এই কারণে ছেলের জন্মসনদ নিতে না পারায় বিপাকে পড়েছেন তিনি।
পৌর এলাকার আরেক বাসিন্দা লুৎফর রহমান জানান, পৌরসভা নির্বাচনের পর থেকে পরিবারের সঙ্গে ঢাকায় থাকেন মেয়র। মন চাইলে মাসে একবার আসেন এলাকায়। প্যানেল মেয়রদের দায়িত্ব দিয়ে চলে যান ঢাকায়। এ কারণে নাগরিক সুযোগ-সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত ধামইরহাট পৌরসভা।
উপজেলার মালাহার এলাকার বাসিন্দা কামরুজ্জামান বলেন, ‘সরকারের দেওয়া গভীর নলকূপের বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে আলাপ করতে কয়েকবার গিয়েছিলাম। কিন্তু এরই মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে চেয়ারম্যানের লাপাত্তার কারণে উপজেলা পরিষদের সব কাজকর্ম বন্ধ থাকার বিষয় জানতে পেরে হতাশ হয়েছি।’
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন বলেন, ‘চলতি মাসের ৫ তারিখে ল্যাপটপসহ পৌরসভার গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভেঙে চুরমার করে দুর্বৃত্তরা। একপর্যায়ে আগুনও ধরিয়ে দেয় তারা। তবে পৌরসভার কাজকর্ম সীমিত আকারে শুরু করা হয়েছে।’
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার পতনের পর থেকে দাপ্তরিক কাজকর্ম চলমান রাখা হয়েছে।’ তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে কেন অনুপস্থিত তা তিনি জানেন না।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রের মোবাইল ফোনের সংযোগ বন্ধ থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নওগাঁ ধামইরহাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আত্মগোপনে রয়েছেন। বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাঁরা কার্যালয়ে আসছেন না। এতে সেবা না পেয়ে বিপাকে পড়ছেন নাগরিকেরা।
উপজেলার বিভিন্ন দপ্তর সূত্রে জানা গেছে, সরকার পতনের দিন থেকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী দপ্তরে বসছেন না। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমিনুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও সদস্যদের একই অবস্থা। তাঁরা সরকার পতনের পর কে, কোথায় রয়েছেন কেউ বলতে পারছেন না। তাঁদের অনুপস্থিতে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
ধামইরহাট পৌর এলাকার বাসিন্দা মোখলেছুর রহমান জানান, ছেলের জন্মসনদের জন্য পৌরসভায় এসে দেখেন ফটকে তালা ঝুলছে। পরপর তিন দিন এসে দেখেন একই অবস্থা। এই কারণে ছেলের জন্মসনদ নিতে না পারায় বিপাকে পড়েছেন তিনি।
পৌর এলাকার আরেক বাসিন্দা লুৎফর রহমান জানান, পৌরসভা নির্বাচনের পর থেকে পরিবারের সঙ্গে ঢাকায় থাকেন মেয়র। মন চাইলে মাসে একবার আসেন এলাকায়। প্যানেল মেয়রদের দায়িত্ব দিয়ে চলে যান ঢাকায়। এ কারণে নাগরিক সুযোগ-সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত ধামইরহাট পৌরসভা।
উপজেলার মালাহার এলাকার বাসিন্দা কামরুজ্জামান বলেন, ‘সরকারের দেওয়া গভীর নলকূপের বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে আলাপ করতে কয়েকবার গিয়েছিলাম। কিন্তু এরই মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে চেয়ারম্যানের লাপাত্তার কারণে উপজেলা পরিষদের সব কাজকর্ম বন্ধ থাকার বিষয় জানতে পেরে হতাশ হয়েছি।’
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন বলেন, ‘চলতি মাসের ৫ তারিখে ল্যাপটপসহ পৌরসভার গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভেঙে চুরমার করে দুর্বৃত্তরা। একপর্যায়ে আগুনও ধরিয়ে দেয় তারা। তবে পৌরসভার কাজকর্ম সীমিত আকারে শুরু করা হয়েছে।’
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার পতনের পর থেকে দাপ্তরিক কাজকর্ম চলমান রাখা হয়েছে।’ তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে কেন অনুপস্থিত তা তিনি জানেন না।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রের মোবাইল ফোনের সংযোগ বন্ধ থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
১৯ মিনিট আগেঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
২৯ মিনিট আগেঅধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
১ ঘণ্টা আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১ ঘণ্টা আগে