Ajker Patrika

বগুড়ায় ছুরিকাঘাতে আবাসিক হোটেলের ব্যবস্থাপক খুন

বগুড়া প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একটি আবাসিক হোটেলের ব্যবস্থাপক খুন হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরে সানসাইন আবাসিক হোটেলের ফটকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন বিপুল মিয়া (৪২)। তিনি বগুড়া শহরতলির মাটিডালি এলাকার সানসাইন আবাসিক হোটেলের ব্যবস্থাপক ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা মিরারপাড়া গ্রামে।

হত্যাকাণ্ডের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী।

পুলিশ জানায়, আজ বেলা দেড়টার দিকে হোটেলের ফটকে কয়েকজন যুবকের সঙ্গে বিপুলের তর্কবিতর্কের এক পর্যায় তাঁকে ছুরিকাঘাত করা হয়। প্রথমে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় বিপুল মারা যান।

স্থানীয়রা জানান, সানসাইন নামের ওই আবাসিক হোটেলে দেহ ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। বিপুলকে ছুরিকাঘাতের ঘটনার পর হোটেলে তালা দিয়ে কর্মচারীরা আত্মগোপন আছেন।

পুলিশ পরিদর্শক আলমাস আলী বলেন, হোটেলটিতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ছিল না। আশপাশেও কোনো সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি। নিহত বিপুলের লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত