দংশনের পর রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১৬: ৫১
মৃত সাপসহ হাসপাতালে আসেন কৃষক। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে এক কৃষককে বিষধর রাসেলস ভাইপার সাপে দংশন করে। কৃষক সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে মৃত সাপ নিয়েই যান রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যান কৃষক।

ভুক্তভোগী কৃষকের নাম শাহিনুর ইসলাম (৩০)। তিনি জেলার চারঘাট উপজেলার বাঁকড়া গ্রামের বাসিন্দা কয়নাল হোসেনের ছেলে।

শাহিনুর ইসলাম জানান, রোববার বেলা ১১টার দিকে তিনি খেতে কাজ করছিলেন। তখন রাসেলস ভাইপারটি তার পায়ের নিচে পড়ে। এ সময় সাপটি তাকে দংশন করে। তিনি সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে মৃত সাপসহ তিনি হাসপাতালে আসেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘শাহিনুরের পা ফুলে গেছে। তবে অন্য শারীরিক সমস্যা দেখা যায়নি। দংশনের প্রায় দেড় ঘণ্টা পর তিনি মৃত রাসেলস ভাইপার সাপসহ হাসপাতালে এসেছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত