Ajker Patrika

খাদ্যবান্ধব কর্মসূচির সেই ডিলার ও ট্যাগ অফিসারকে শোকজ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২৪, ১৮: ২২
খাদ্যবান্ধব কর্মসূচির সেই ডিলার ও ট্যাগ অফিসারকে শোকজ

বগুড়ার আদমদীঘি উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড ও চাল বিতরণে নানা অনিয়ম নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর কর্মসূচির ডিলার মাজেদ ও ট্যাগ অফিসার মিজানুর রহমানকে শোকজ করেছেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক। 

১২ মে আজকের পত্রিকার ছাপা সংস্কারে ‘খাদ্যবান্ধব কর্মসূচির চাল উঠিয়ে নিচ্ছে মৃত ব্যক্তির নামে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর আগে পত্রিকাটির অনলাইন সংস্করণে ‘কর্মসূচির চাল তোলা হলো মৃত ব্যক্তির নামে, পুরুষের কার্ডে নারীর ছবি’ শিরোনামেও সংবাদটি প্রকাশিত হয়। 

আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড ও চাল বিতরণের নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায়। মৃত ব্যক্তি, প্রবাসীর নামে চাল ওঠায় ডিলার পাশাপাশি চেয়ারম্যানের নাতির নামে রয়েছে কার্ড—এসব ছাড়াও ছেলের বউয়ের নামের কার্ডে শাশুড়ির ছবি, সরকারি তালিকায় পুরুষের নামের পাশে নারীর ছবিসহ নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। 

সংবাদ প্রকাশের পরদিন ১৩ মে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক ডিলার ও ট্যাগ অফিসারকে শোকজ করে, এবং তিন কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়। 

 এ বিষয়ে আদমদীঘি উপজেলা খাদ্যনিয়ন্ত্রক গোলাম রব্বানী বলেন, ‘আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর অনিয়মের বিষয়টি আমাদের নজরে আসে। আমরা সঙ্গে সঙ্গে ডিলার ও ট্যাগ অফিসারকে শোকজ করি। তাদের তিন কার্যদিবসের মধ্যে সুনির্দিষ্ট ব্যাখ্যাসহ জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে ডিলার আগামী ১৯ মে পর্যন্ত সময় চেয়ে আবেদন করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত