দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে বিস্ফোরণ ঘটিয়ে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে গ্রেপ্তার সাংবাদিক শাহাবুদ্দিন মোল্লাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার সকালে তাঁকে রাজশাহী আদালতে পাঠানো হলে তিনি জামিন আবেদন করেন। পরে বিচারক আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল শনিবার রাতে উপজেলার উজানখলসী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। উপজেলার কিসমতগনকৈড় ইউনিয়নের উজানখলসী গ্রামের নসির উদ্দিন মোল্লার ছেলে শাহাবুদ্দিন মোল্লা। তিনি দৈনিক অগ্রযাত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সাংবাদিক শাহাবুদ্দিন ছাত্রজীবনে বর্তমান বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি নাটোর এনএস কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। শাহাবুদ্দিন নিজের ফেসবুকে আইডিতেও ছাত্রলীগ নেতা হিসেবে স্ট্যাটাস দিয়েছিলেন।
পুলিশ জানায়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আগের দিন অর্থাৎ গত ৪ আগস্ট রাজশাহীর দুর্গাপুর উপজেলা মেডিকেল মোড়ে ১৫০-২০০ জন আওয়ামী লীগের নেতা-কর্মী একত্রিত হয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে দিবালোকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। তাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালায়। এ ঘটনায় উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন।
এদিকে সাংবাদিক শাহাবুদ্দিন মোল্লার গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) রাজশাহী শাখা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। তারা অবিলম্বে সাংবাদিক শাহাবুদ্দিনের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
রাজশাহীর দুর্গাপুরে বিস্ফোরণ ঘটিয়ে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে গ্রেপ্তার সাংবাদিক শাহাবুদ্দিন মোল্লাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার সকালে তাঁকে রাজশাহী আদালতে পাঠানো হলে তিনি জামিন আবেদন করেন। পরে বিচারক আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল শনিবার রাতে উপজেলার উজানখলসী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। উপজেলার কিসমতগনকৈড় ইউনিয়নের উজানখলসী গ্রামের নসির উদ্দিন মোল্লার ছেলে শাহাবুদ্দিন মোল্লা। তিনি দৈনিক অগ্রযাত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সাংবাদিক শাহাবুদ্দিন ছাত্রজীবনে বর্তমান বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি নাটোর এনএস কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। শাহাবুদ্দিন নিজের ফেসবুকে আইডিতেও ছাত্রলীগ নেতা হিসেবে স্ট্যাটাস দিয়েছিলেন।
পুলিশ জানায়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আগের দিন অর্থাৎ গত ৪ আগস্ট রাজশাহীর দুর্গাপুর উপজেলা মেডিকেল মোড়ে ১৫০-২০০ জন আওয়ামী লীগের নেতা-কর্মী একত্রিত হয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে দিবালোকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। তাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালায়। এ ঘটনায় উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন।
এদিকে সাংবাদিক শাহাবুদ্দিন মোল্লার গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) রাজশাহী শাখা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। তারা অবিলম্বে সাংবাদিক শাহাবুদ্দিনের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকায় প্রাইভেট কার পার্কিং করায় চাঁদা নেওয়ার ভাইরাল ভিডিওর সেই তরুণ আশরাফুল আলমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
৬ মিনিট আগেকুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার স্ত্রী মাহমুদা আখতারের নামে গাজীপুর, কুমিল্লা ও ঢাকার বিভিন্ন জায়গায় থাকা ৪ দশমিক ৭৫ একর জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১২টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগেস্বামীকে তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করে ২৮ এপ্রিল নাসির ও তামিমার আত্মপক্ষ সমর্থন
২০ মিনিট আগেপটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে দায়িত্বে অবহেলার অভিযোগে কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট এ এস এম শামীম আল আজাদকে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) হিসেবে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
২৫ মিনিট আগে