Ajker Patrika

আদমদীঘিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তরুণ নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১২: ৩১
আদমদীঘিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তরুণ নিহত

বগুড়ার আদমদীঘিতে পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তুহিন হোসেন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তুহিন হোসেন নওগাঁর রানীনগর উপজেলার পারাইল গ্রামের ফকিরপাড়ার শিমুলের ছেলে। দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তুহিন হোসেন পেশায় রাজমিস্ত্রির সহকারী। বেশ কয়েক দিন ধরে কাজের সুবাদে সান্তাহারে থাকেন। গতকাল রোববার রাত ১০টার দিকে তুহিন হোসেন পরিচিত এক ব্যক্তির মোটরসাইকেল নিয়ে স্থানীয় বিদ্যুৎ অফিস এলাকায় আরেক ব্যক্তির বাড়িতে যাচ্ছিলেন। এ সময় হবিরমোড় তিনমাথা অতিক্রম করার সময় বগুড়াগামী একটি পণ্যবাহী ট্রাকের মধ্যখানে তাঁর মোটরসাইকেল ঢুকে পড়ে। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তুহিন হোসেন মারা যান। 

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী জানান, ট্রাক, মোটরসাইকেল ও নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ট্রাকের চালক পালিয়ে গেছেন। আদমদীঘি থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত