Ajker Patrika

ধামইরহাটে নাশকতার মামলায় ৬ বিএনপি সমর্থক গ্রেপ্তার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৪: ৩৩
ধামইরহাটে নাশকতার মামলায় ৬ বিএনপি সমর্থক গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে কোটা সংস্কার আন্দোলনে নাশকতার অভিযোগে করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই বিএনপি সমর্থক বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার দুপুরে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী আজকের পত্রিকাকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে নাশকতার অভিযোগে গতকাল শনিবার বিকেলে আড়ানগর এলাকা থেকে ছানোয়ারকে গ্রেপ্তার করা হয়। কারফিউ জারির পর থেকে এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করে হাজতে পাঠানো হয়েছে। তাঁরা সবাই বিএনপি সমর্থক।’

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার আড়ানগর ইউনিয়নের বাসিন্দাপাড়া এলাকার মৃত অছিমউদ্দীনের ছেলে ছানোয়ার হোসেন, ধামইরহাট ইউনিয়নের দক্ষিণ জাহানপুর এলাকার বেলালের ছেলে মেহেদী হাসান, জাহানপুর ইউনিয়নের পশ্চিম বড় শিবপুর মাস্টারপাড়া এলাকার তসলিমুদ্দিনের ছেলে মামুনুর রশিদ, একই এলাকার মোজাম্মেল হকের ছেলে আবুবক্কর সিদ্দিক, গাংরা দক্ষিণপাড়া এলাকার মোজাফফর রহমানের ছেলে শরিফুল ইসলাম এবং উমার ইউনিয়নের আমাইতাড়া এলাকার মৃত বদিউল আলমের ছেলে জাহাঙ্গীর আলম লিটন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত