আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে স্মৃতি আক্তার (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ হাসপাতালে পাঠিয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড় আখিড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্মৃতি আক্তার ওই গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে তাঁদের বিয়ে হয়েছে। এ দম্পতির তিন বছরের একটি মেয়ে রয়েছে। গত ২৬ এপ্রিল রেজাউল মালয়েশিয়া যান। সপ্তাহ খানেক আগে মুঠোফোনে কাপড় কেনার বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এরপর বিষয়টি রেজাউল তাঁর শ্বশুরকে কল করে জানান। গতকাল সন্ধ্যায় স্মৃতি তাঁর শিশু কন্যাকে জায়ের কাছে রেখে আসেন। রাত সাড়ে ৮টার দিকে তার বাড়ির গেস্ট রুমের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
স্মৃতির শ্বশুর মোহাম্মদ আলী বলেন, ‘এশার নামাজ পড়ে এসে ছেলের বউকে ডাকতে গিয়ে দেখি দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ফেলা হয়। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
স্মৃতির মামাতো ভাই নেওয়াজ মোরশেদের দাবি, তাঁর ফুপাতো বোনকে হত্যা করা হয়েছে। প্রয়োজনে মামলা করা হবে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বগুড়ার আদমদীঘিতে স্মৃতি আক্তার (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ হাসপাতালে পাঠিয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড় আখিড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্মৃতি আক্তার ওই গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে তাঁদের বিয়ে হয়েছে। এ দম্পতির তিন বছরের একটি মেয়ে রয়েছে। গত ২৬ এপ্রিল রেজাউল মালয়েশিয়া যান। সপ্তাহ খানেক আগে মুঠোফোনে কাপড় কেনার বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এরপর বিষয়টি রেজাউল তাঁর শ্বশুরকে কল করে জানান। গতকাল সন্ধ্যায় স্মৃতি তাঁর শিশু কন্যাকে জায়ের কাছে রেখে আসেন। রাত সাড়ে ৮টার দিকে তার বাড়ির গেস্ট রুমের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
স্মৃতির শ্বশুর মোহাম্মদ আলী বলেন, ‘এশার নামাজ পড়ে এসে ছেলের বউকে ডাকতে গিয়ে দেখি দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ফেলা হয়। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
স্মৃতির মামাতো ভাই নেওয়াজ মোরশেদের দাবি, তাঁর ফুপাতো বোনকে হত্যা করা হয়েছে। প্রয়োজনে মামলা করা হবে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রাজধানীর তুরাগের গ্যাস সিলিন্ডারের চুলার আগুন থেকে একটি বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
৪৩ মিনিট আগেসামাজিক যোগাযোগমাধ্যম থেকে টাকা আয়ের জন্য নিজের শিশুসন্তানের সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে করা মামলায় ভাইরাল ‘ক্রিম আপা’ ওরফে শারমীন শিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সাভার পৌর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল
২ ঘণ্টা আগেহবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের মুগকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগেরাজশাহী জেলা বিএনপির নির্দেশ অমান্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তানোরে বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। ৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর অনুলিপি বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো হয়েছে। এরপরও মোবাইলে বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক বিশ্বনাথ সরকার
৩ ঘণ্টা আগে