Ajker Patrika

শত্রুতার বলি শতাধিক গাছ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 
নওগাঁর ধামইরহাটে শতাধিক গাছ কেটে মাটিতে ফেলে রাখে দুষ্কৃতকারীরা। ছবি: আজকের পত্রিকা
নওগাঁর ধামইরহাটে শতাধিক গাছ কেটে মাটিতে ফেলে রাখে দুষ্কৃতকারীরা। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর ধামইরহাটে জমিজমা-সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে শতাধিক আম ও আকাশমণিগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ঘাস মারার কীটনাশক ছিটিয়ে ইরি-বোরো ধানের চারা নষ্ট করা হয়েছে।

গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চকতুলন মঙ্গোলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ সোমবার দুপুরে ভুক্তভোগী ময়েন উদ্দিন নামের এক ব্যক্তি মোশারফ হোসেন (৪০) নামের এক ব্যক্তিসহ চার যুবকের বিরুদ্ধে ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন।

নওগাঁর ধামইরহাটে শতাধিক গাছ কেটে মাটিতে ফেলে রাখে দুষ্কৃতকারীরা। ছবি: আজকের পত্রিকা
নওগাঁর ধামইরহাটে শতাধিক গাছ কেটে মাটিতে ফেলে রাখে দুষ্কৃতকারীরা। ছবি: আজকের পত্রিকা

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মৃত গয়েস উদ্দিনের স্ত্রী মরিয়ম বিবি দলিল মূলে এসআর খতিয়ানে ১ পয়েন্ট ৬০ একর জমি হেবাবিল এওয়াজনামা দলিল রেজিস্ট্রি করে দেন। সেই থেকে তাঁরা ওই জমি ভোগদখল করে আসছিলেন। এদিকে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে রোববার রাত একটার দিকে ৭৯ শতাংশ জমিতে লাগানো ১৩০টি ফলদ ও বনজ গাছ কেটে ফেলেন অভিযুক্তরা।

এ বিষয়ে জানতে চাইলে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাইসুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের কপি পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তাঁরা তদন্ত করছেন। অভিযোগ প্রমাণিত হলে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত