বগুড়া প্রতিনিধি
বগুড়ায় আকস্মিক ঝড়ে গাছের ডাল ভেঙে দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি বন্যানিয়ন্ত্রণ বাঁধ এলাকা এবং গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওয়াহেদা বেগম (৫৫)। তিনি সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের মৃত সাহেব আলীর স্ত্রী।
অপরজন শামিম আহম্মেদ (১৭)। সে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পশ্চিম বাঙাবাড়ি গ্রামের সাম্মে আলীর ছেলে।
সুখানপুকুর রেলস্টেশন মাস্টার আব্দুল মতিন জানান, সান্তাহার থেকে লালমনিরহাটগামী বগুড়া কমিউটার ট্রেনটি বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ক্রসিং ছিল। এ কারণে বগুড়া কমিউটার ট্রেনটি সুখানপুকুর স্টেশনে বিকেল সাড়ে ৪টা থেকে অপেক্ষা করছিল। বগুড়া কমিউটার ট্রেনের যাত্রীদের অনেকেই ট্রেন থেকে নেমে অপেক্ষা করছিলেন।
বিকেল ৫টার দিকে আকস্মিকভাবে ঝড় শুরু হলে একটি গাছের ডাল ভেঙে একজন আহত হয়। পরে তাঁকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাঁর সঙ্গে থাকা অপর কয়েকজন যাত্রী।
নিহত শামিম আহম্মেদের ভাগনে গোলাপ মিয়া বলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মামা শামিম আহম্মেদের মৃত্যু হয়। পরে লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘এ ধরনের ঘটনা শুনেছি, তবে নিহতের নাম পরিচয় আমরা জানতে পারিনি।’
অপর দিকে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, বিকেল ৫টার দিকে বাড়ির পার্শ্বে খড়ি কুড়াচ্ছিলেন ওয়াহেদা বেগম। এ সময় আকস্মিক ঝড়ে ইউক্যালিপটাসগাছের একটি ডাল তাঁর মাথার ওপরে এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের লোকজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বগুড়ায় আকস্মিক ঝড়ে গাছের ডাল ভেঙে দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি বন্যানিয়ন্ত্রণ বাঁধ এলাকা এবং গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওয়াহেদা বেগম (৫৫)। তিনি সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের মৃত সাহেব আলীর স্ত্রী।
অপরজন শামিম আহম্মেদ (১৭)। সে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পশ্চিম বাঙাবাড়ি গ্রামের সাম্মে আলীর ছেলে।
সুখানপুকুর রেলস্টেশন মাস্টার আব্দুল মতিন জানান, সান্তাহার থেকে লালমনিরহাটগামী বগুড়া কমিউটার ট্রেনটি বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ক্রসিং ছিল। এ কারণে বগুড়া কমিউটার ট্রেনটি সুখানপুকুর স্টেশনে বিকেল সাড়ে ৪টা থেকে অপেক্ষা করছিল। বগুড়া কমিউটার ট্রেনের যাত্রীদের অনেকেই ট্রেন থেকে নেমে অপেক্ষা করছিলেন।
বিকেল ৫টার দিকে আকস্মিকভাবে ঝড় শুরু হলে একটি গাছের ডাল ভেঙে একজন আহত হয়। পরে তাঁকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাঁর সঙ্গে থাকা অপর কয়েকজন যাত্রী।
নিহত শামিম আহম্মেদের ভাগনে গোলাপ মিয়া বলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মামা শামিম আহম্মেদের মৃত্যু হয়। পরে লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘এ ধরনের ঘটনা শুনেছি, তবে নিহতের নাম পরিচয় আমরা জানতে পারিনি।’
অপর দিকে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, বিকেল ৫টার দিকে বাড়ির পার্শ্বে খড়ি কুড়াচ্ছিলেন ওয়াহেদা বেগম। এ সময় আকস্মিক ঝড়ে ইউক্যালিপটাসগাছের একটি ডাল তাঁর মাথার ওপরে এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের লোকজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজ
৪ মিনিট আগেমিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনা থেকে পণ্যবাহী তিনটি কার্গো ছিনিয়ে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদীর নাইক্ষ্যংদিয়ায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। আজ শনিবার বিকেল পর্যন্ত জাহাজগুলো ছাড়েনি তারা।
৮ মিনিট আগেনির্বাচনের সাড়ে তিন বছর পর আদালতের রায়ের মাধ্যমে মেয়র হিসেবে শপথ নিতে পারায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন।
১৫ মিনিট আগেপশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এ ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৪৩ মিনিট আগে