নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের চৌধুরীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাতে জেলা বিএনপির সদস্যসচিব মো. বায়েজিদ হোসেন পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করাসহ কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের চৌধুরীকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব মো. বায়েজিদ হোসেন পলাশ বলেন, ‘আনোয়ার হোসেন কিছুদিন আগে উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি পেলেও তিনি এখনো বিভিন্ন স্থানে ওই পরিচয় দিচ্ছেন। অন্যদিকে মো. আবু তাহের চৌধুরীর বিরুদ্ধে দলের অভ্যন্তরে বিভাজন সৃষ্টির অভিযোগ রয়েছে। এ কারণে দলীয় শৃঙ্খলা রক্ষায় তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তবে এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন এই সিদ্ধান্তকে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের লঙ্ঘন বলে দাবি করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়ম অনুযায়ী জেলা বিএনপির সদস্যসচিব এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা কেন্দ্রীয় কমিটিতে জানানো উচিত ছিল। শোকজ নোটিশ ছাড়াই আমাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন।’
নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের চৌধুরীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাতে জেলা বিএনপির সদস্যসচিব মো. বায়েজিদ হোসেন পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করাসহ কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের চৌধুরীকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব মো. বায়েজিদ হোসেন পলাশ বলেন, ‘আনোয়ার হোসেন কিছুদিন আগে উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি পেলেও তিনি এখনো বিভিন্ন স্থানে ওই পরিচয় দিচ্ছেন। অন্যদিকে মো. আবু তাহের চৌধুরীর বিরুদ্ধে দলের অভ্যন্তরে বিভাজন সৃষ্টির অভিযোগ রয়েছে। এ কারণে দলীয় শৃঙ্খলা রক্ষায় তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তবে এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন এই সিদ্ধান্তকে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের লঙ্ঘন বলে দাবি করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়ম অনুযায়ী জেলা বিএনপির সদস্যসচিব এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা কেন্দ্রীয় কমিটিতে জানানো উচিত ছিল। শোকজ নোটিশ ছাড়াই আমাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন।’
রাজধানীর পুরানা পল্টনে চারতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। আজ মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
১ ঘণ্টা আগেবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুর রহমানকে লাঞ্ছনার নেপথ্যে রয়েছে ১৯ কোটি টাকার কাজের ভাগ-বাঁটোয়ারা। এই কাজের ভাগ চেয়ে সাড়া না পেয়ে জামায়াতে ইসলামীর প্রয়াত এক নেতার ছেলের নেতৃত্বে রোববার সন্ধ্যায় শহীদুর রহমানকে তাঁর কার্যালয়েই শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে...
১০ ঘণ্টা আগেবগুড়ায় যুবলীগ ও বিএনপির নেতা-কর্মীরা মিলেমিশে যমুনা নদীর বিভিন্ন চর থেকে বালু তুলে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, যুবলীগ নেতার নামে ইজারা নেওয়া বালুমহাল ছাড়াও বিভিন্ন চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। যদিও অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয় এক বিএনপি নেতা উচ্চ আদালতে রিট করে...
১০ ঘণ্টা আগেবরগুনার বেতাগী উপজেলার ইটভাটাগুলোয় জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ। এসব কাঠ সামাজিক বনায়ন থেকে সংগ্রহ করায় হুমকির মুখে পরিবেশ। জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো ইটভাটাগুলো বেশির ভাগ জনবসতিপূর্ণ এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে থাকায় কালো ধোঁয়া ও দূষণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।
১১ ঘণ্টা আগে