পত্নীতলা বিএনপির সাবেক আহ্বায়কসহ ২ জনকে বহিষ্কার করল জেলা কমিটি

 নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১৮: ২৭
Thumbnail image
আনোয়ার হোসেন ও মো. আবু তাহের চৌধুরী। ছবি: সংগৃহীত

নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের চৌধুরীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাতে জেলা বিএনপির সদস্যসচিব মো. বায়েজিদ হোসেন পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করাসহ কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের চৌধুরীকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব মো. বায়েজিদ হোসেন পলাশ বলেন, ‘আনোয়ার হোসেন কিছুদিন আগে উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি পেলেও তিনি এখনো বিভিন্ন স্থানে ওই পরিচয় দিচ্ছেন। অন্যদিকে মো. আবু তাহের চৌধুরীর বিরুদ্ধে দলের অভ্যন্তরে বিভাজন সৃষ্টির অভিযোগ রয়েছে। এ কারণে দলীয় শৃঙ্খলা রক্ষায় তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তবে এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন এই সিদ্ধান্তকে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের লঙ্ঘন বলে দাবি করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়ম অনুযায়ী জেলা বিএনপির সদস্যসচিব এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা কেন্দ্রীয় কমিটিতে জানানো উচিত ছিল। শোকজ নোটিশ ছাড়াই আমাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত