নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ঈদের এক দিন আগেই রাজশাহীর সিটিহাটে গরুর দাম কিছুটা কমেছে। আজ মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টির কারণে এ অঞ্চলের সবচেয়ে বড় এই পশুর হাটের স্বাভাবিক ছন্দে ছেদ পড়ে। বৃষ্টির কারণে হাট জমজমাট না হওয়ায় কিছুটা কম দামেই গরু বিক্রি হয়েছে।
আজ বেলা সাড়ে ১১টার দিকে প্রথম দফা বৃষ্টি হয় রাজশাহীতে। এতে কাদাপানিতে ভরে যায় সিটিহাট। দুপুর সাড়ে ১২টা এবং দেড়টার দিকে আরও দুই দফা বৃষ্টি হয়। এতে ক্রেতারা ছন্নছাড়া হয়ে যান। এমন পরিস্থিতিতে গরুর দাম কিছুটা কমে যায়। তবে হাটে গরুর তুলনায় ক্রেতার সংখ্যাই বেশি দেখা যায়। আশপাশে আরও অনেক পশুর হাট বসার কারণে সিটিহাটে এদিন গরু কম তোলা হয়েছিল বলে জানা গেছে।
হাটে গরু কিনতে এসেছিলেন রাজশাহী নগরীর মহিষবাথান উত্তরপাড়া মহল্লার বাসিন্দা সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘ঈদ চলেই এল। এখন আর কোরবানির গরু কেনায় দেরি করা যাবে না। এ জন্য বৃষ্টি হলেও হাটে এসেছি। কাদাপানির জন্য খুব বেশি ঘোরাফেরা করা যাচ্ছে না। হাটের খুব বেশি ভেতরে না ঢুকে বাইরে থেকেই একটা গরু কিনে নিয়ে যাব।’
পবার তিলাহারি গ্রাম থেকে একটি গরু এনেছিলেন ব্যবসায়ী আবুল কাশেম। বৃষ্টির আগে মাঝারি আকারের এই গরুটির দাম হাঁকছিলেন ১ লাখ ২০ হাজার টাকা। বৃষ্টির পর দুপুরে তিনি গরুটি বিক্রি করেন ৯০ হাজার টাকায়। আগের দিনও এই হাটে এ রকম আকারের একটি গরু ১ লাখ টাকায় বিক্রি হয়েছে।
সাইফুল বলেন, ‘বৃষ্টিতে বিক্রি হবে কি না সেই চিন্তা মাথায় ঢুকে গেছে। তাই আর ধরে রাখলাম না। নব্বই হাজারে দিয়ে দিলাম। লাভ খুব অল্প হবে।’
এবার এই হাটে ভারতীয় গরু চোখে পড়েনি। খুব বেশিসংখ্যক মহিষও ওঠেনি। তবে মঙ্গলবার হাটে প্রচুর ছাগল তোলা হয়েছিল। সিটিহাটের পাশাপাশি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরেও পশুর হাট বসে। তাই সিটিহাটে এদিন গরু ওঠে কম। দূর-দূরান্তের ব্যাপারীদেরও আনাগোনা ছিল কম। তবে আগামীকাল বুধবার সিটিহাট জমজমাট থাকবে।
হাটের ইজারাদারদের একজন ফারুক হোসেন ডাবলু বলেন, ‘দূরের ব্যাপারীদের গরু নিয়ে যাওয়া শেষ। এখন শুধু স্থানীয় লোকজনই কোরবানির জন্য গরু কিনছেন। আজ বৃষ্টির জন্য হাট সেভাবে জমে ওঠেনি। দামও কিছুটা কম দেখা গেছে। তবে আগামীকাল হাট জমজমাট থাকবে বলেই আশা করছি।’
ঈদের এক দিন আগেই রাজশাহীর সিটিহাটে গরুর দাম কিছুটা কমেছে। আজ মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টির কারণে এ অঞ্চলের সবচেয়ে বড় এই পশুর হাটের স্বাভাবিক ছন্দে ছেদ পড়ে। বৃষ্টির কারণে হাট জমজমাট না হওয়ায় কিছুটা কম দামেই গরু বিক্রি হয়েছে।
আজ বেলা সাড়ে ১১টার দিকে প্রথম দফা বৃষ্টি হয় রাজশাহীতে। এতে কাদাপানিতে ভরে যায় সিটিহাট। দুপুর সাড়ে ১২টা এবং দেড়টার দিকে আরও দুই দফা বৃষ্টি হয়। এতে ক্রেতারা ছন্নছাড়া হয়ে যান। এমন পরিস্থিতিতে গরুর দাম কিছুটা কমে যায়। তবে হাটে গরুর তুলনায় ক্রেতার সংখ্যাই বেশি দেখা যায়। আশপাশে আরও অনেক পশুর হাট বসার কারণে সিটিহাটে এদিন গরু কম তোলা হয়েছিল বলে জানা গেছে।
হাটে গরু কিনতে এসেছিলেন রাজশাহী নগরীর মহিষবাথান উত্তরপাড়া মহল্লার বাসিন্দা সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘ঈদ চলেই এল। এখন আর কোরবানির গরু কেনায় দেরি করা যাবে না। এ জন্য বৃষ্টি হলেও হাটে এসেছি। কাদাপানির জন্য খুব বেশি ঘোরাফেরা করা যাচ্ছে না। হাটের খুব বেশি ভেতরে না ঢুকে বাইরে থেকেই একটা গরু কিনে নিয়ে যাব।’
পবার তিলাহারি গ্রাম থেকে একটি গরু এনেছিলেন ব্যবসায়ী আবুল কাশেম। বৃষ্টির আগে মাঝারি আকারের এই গরুটির দাম হাঁকছিলেন ১ লাখ ২০ হাজার টাকা। বৃষ্টির পর দুপুরে তিনি গরুটি বিক্রি করেন ৯০ হাজার টাকায়। আগের দিনও এই হাটে এ রকম আকারের একটি গরু ১ লাখ টাকায় বিক্রি হয়েছে।
সাইফুল বলেন, ‘বৃষ্টিতে বিক্রি হবে কি না সেই চিন্তা মাথায় ঢুকে গেছে। তাই আর ধরে রাখলাম না। নব্বই হাজারে দিয়ে দিলাম। লাভ খুব অল্প হবে।’
এবার এই হাটে ভারতীয় গরু চোখে পড়েনি। খুব বেশিসংখ্যক মহিষও ওঠেনি। তবে মঙ্গলবার হাটে প্রচুর ছাগল তোলা হয়েছিল। সিটিহাটের পাশাপাশি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরেও পশুর হাট বসে। তাই সিটিহাটে এদিন গরু ওঠে কম। দূর-দূরান্তের ব্যাপারীদেরও আনাগোনা ছিল কম। তবে আগামীকাল বুধবার সিটিহাট জমজমাট থাকবে।
হাটের ইজারাদারদের একজন ফারুক হোসেন ডাবলু বলেন, ‘দূরের ব্যাপারীদের গরু নিয়ে যাওয়া শেষ। এখন শুধু স্থানীয় লোকজনই কোরবানির জন্য গরু কিনছেন। আজ বৃষ্টির জন্য হাট সেভাবে জমে ওঠেনি। দামও কিছুটা কম দেখা গেছে। তবে আগামীকাল হাট জমজমাট থাকবে বলেই আশা করছি।’
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
১৬ মিনিট আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
২ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
২ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৩ ঘণ্টা আগে