নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ক্লাস ফাঁকি দিয়ে রাজশাহীর পদ্মাপারে আড্ডা দেওয়া শিক্ষার্থীদের ধরতে মাঠে নেমেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের ধরে ধরে ডিবি কার্যালয়ে নিয়ে ডাকা হচ্ছে অভিভাবকদের। আর কখনো ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেবে না, এমন মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। আরএমপির ডিবি পুলিশ গত দুই দিনে এমন ১৯ জনের কাছ থেকে মুচলেকা নিয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ফাঁকি দিয়ে পদ্মাপারে আড্ডা দেওয়া ৯ শিক্ষার্থীকে আটকের পর অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। আজ দুপুর ১২টার দিকে পদ্মারপার থেকে ওই শিক্ষার্থীদের আটক করা হয়।
আগের দিন গতকাল মঙ্গলবার পাঠানো বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি দল পদ্মারপারের শিমলা পার্ক থেকে ইউনিফর্ম পরা ১০ শিক্ষার্থীকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়। পরে ওই শিক্ষার্থীদের সচেতন হওয়া এবং এর কুফল সম্পর্কে ধারণা দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ক্লাস চলার সময় কিছু শিক্ষার্থী স্কুল-কলেজের ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ও পদ্মারপারে আড্ডা দিচ্ছে। এ ছাড়া কিশোর অপরাধের মতো বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে পড়ছে। এমন অভিযোগ কিছুদিন থেকেই পাচ্ছেন আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তারই পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ এই অভিযান শুরু করেছে।
পার্ক ও পদ্মাপারের আড্ডা থামাতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ক্লাস ফাঁকি দিয়ে রাজশাহীর পদ্মাপারে আড্ডা দেওয়া শিক্ষার্থীদের ধরতে মাঠে নেমেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের ধরে ধরে ডিবি কার্যালয়ে নিয়ে ডাকা হচ্ছে অভিভাবকদের। আর কখনো ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেবে না, এমন মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। আরএমপির ডিবি পুলিশ গত দুই দিনে এমন ১৯ জনের কাছ থেকে মুচলেকা নিয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ফাঁকি দিয়ে পদ্মাপারে আড্ডা দেওয়া ৯ শিক্ষার্থীকে আটকের পর অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। আজ দুপুর ১২টার দিকে পদ্মারপার থেকে ওই শিক্ষার্থীদের আটক করা হয়।
আগের দিন গতকাল মঙ্গলবার পাঠানো বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি দল পদ্মারপারের শিমলা পার্ক থেকে ইউনিফর্ম পরা ১০ শিক্ষার্থীকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়। পরে ওই শিক্ষার্থীদের সচেতন হওয়া এবং এর কুফল সম্পর্কে ধারণা দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ক্লাস চলার সময় কিছু শিক্ষার্থী স্কুল-কলেজের ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ও পদ্মারপারে আড্ডা দিচ্ছে। এ ছাড়া কিশোর অপরাধের মতো বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে পড়ছে। এমন অভিযোগ কিছুদিন থেকেই পাচ্ছেন আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তারই পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ এই অভিযান শুরু করেছে।
পার্ক ও পদ্মাপারের আড্ডা থামাতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আশরাফ হোসেন লেখেন, ‘প্রসিকিউশনের পক্ষ থেকে যাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করতে না পারে, সে জন্য ওপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাপারটা সরকার ফলোআপে আছে।’ এই বার্তার পর গ্রুপের কয়েকজন সদস্য তাতে সম্মতি জানালেও এক আইনজীবী প্রশ্ন তোলেন, ‘এটা কেমন কথা হলো, সম্মানিত পিপি মহোদয়! তাহলে আমরা কি শহীদ আলিফের র
২৮ মিনিট আগেময়মনসিংহের ভালুকায় পৃথক বাড়ি থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া ডুবালিয়া পাড়া ও কাশর চৌরাস্তা এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়...
৪৪ মিনিট আগেদেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। সীমান্তবর্তী এই জেলায় এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসের সঙ্গে বেড়েছে শীতের দাপট। জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ...
১ ঘণ্টা আগেগাজীপুরের কালিয়াকৈরে তাজবির হোসেন শিহান (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে