নাটোরে মাকে হত্যার দায়ে মেয়ের আটকাদেশ

নাটোর প্রতিনিধি 
Thumbnail image
প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুর উপজেলায় মা সেলিনা বেগমকে হত্যার দায়ে মেয়ে নুসরাত জেরিন ববিকে (১৬) দশ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ববি উপজেলার উত্তর নাড়ীবাড়ী এলাকার নজরুল ইসলামের মেয়ে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, ২০২১ সালের শুরুর দিকে ববি এক যুবককে বিয়ে করে। ওই বছরের ২১ মার্চ ববি তার স্বামীকে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য মা সেলিনা বেগমকে চাপ দেয়। মোটরসাইকেল দিতে অস্বীকার করায় মা ও মেয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে ববি ব্লেড দিয়ে তার মা সেলিনার গলায় পোঁচ দেয়। এতে সেলিনা বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

পরদিন সেলিনা বেগমের ভাই সুলতান হোসেন বাদী হয়ে তাঁর ভাগনি নুসরাত জেরিন ববির বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ ঘটনায় আদালতের সাক্ষ্যগ্রহণ এবং শুনানি শেষে ববি দোষী প্রমাণিত হয় এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ববিকে দশ বছরের আটকাদেশ প্রদান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি?

ভিসা জটিলতায় ভ্রমণকর হারাচ্ছে সরকার

বাংলাদেশ ঘুরে গেলেন পাকিস্তানের আইএসআই প্রধান, দাবি ভারতীয় গণমাধ্যমের

মাস্কের চাপেই ডিওজিই থেকে রামাস্বামীর পদত্যাগ, শুরুতেই ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত

গাড়িচালককে মারধর: কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসি সচিবের কক্ষের সামনে হট্টগোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত