নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী রোকনুজ্জামান রিন্টুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলুর এজেন্ট রফিকুল ইসলাম এই অভিযোগ করেছেন।
আজ বুধবার সকাল থেকে শুরু হওয়া এই ভোটে রফিকুল ইসলাম বাঘা উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাভলুর এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। নারীদের এই কেন্দ্রে মোট ভোটকক্ষ ছয়টি। এর মধ্যে দুটি কক্ষে লাভলুর দুজন এজেন্ট পাওয়া গেছে। অন্য চারটি কক্ষে লাভলুর কোনো এজেন্ট পাওয়া যায়নি।
বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লায়েব উদ্দিন লাভলু মোটরসাইকেল ও রোকনুজ্জামান রিন্টু আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুজন ছাড়া অন্য কোনো চেয়ারম্যান পদপ্রার্থী নেই। রিন্টু জেলা ছাত্রলীগের সাবেক নেতা। আর লাভলু জেলা আওয়ামী লীগের নেতা।
খানপুর এলাকায় রোকনুজ্জামান রিন্টুর বাড়ি। খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাভলুর এজেন্ট রফিকুল ইসলাম অভিযোগ করেন, আজ সকালে ভোট শুরুর পর রিন্টু কেন্দ্রে এসেছিলেন। রফিকুল ইসলামকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট হিসেবে দেখে তিনি ক্ষুব্ধ হয়েছেন। ‘ভোট শেষে সন্ধ্যার পর তাঁকে দেখে নেওয়া হবে’ এমন হুমকি দেওয়া হয়েছে বলে দাবি রফিকুল ইসলামের।
রফিকুল ইসলাম আরও অভিযোগ করেন, লায়েব উদ্দিন লাভলুর চার এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তবে ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান দাবি করেছেন, এজেন্টদের বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেনি। কোনো কারণে হয়তো তারাই ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে আসেননি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনারস প্রতীকের প্রার্থী রোকনুজ্জামান রিন্টু বলেন, ‘কোনো প্রার্থী কখনো ভোটের দিন কাউকে হুমকি দিয়ে বেড়ান না। এই অভিযোগ মিথ্যা।’ তিনি বলেন, খানপুর এলাকায় তাঁর নিজের বাড়ি বলে হয়তো এই অভিযোগ করা হচ্ছে। কিন্তু তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট চান।
রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী রোকনুজ্জামান রিন্টুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলুর এজেন্ট রফিকুল ইসলাম এই অভিযোগ করেছেন।
আজ বুধবার সকাল থেকে শুরু হওয়া এই ভোটে রফিকুল ইসলাম বাঘা উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাভলুর এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। নারীদের এই কেন্দ্রে মোট ভোটকক্ষ ছয়টি। এর মধ্যে দুটি কক্ষে লাভলুর দুজন এজেন্ট পাওয়া গেছে। অন্য চারটি কক্ষে লাভলুর কোনো এজেন্ট পাওয়া যায়নি।
বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লায়েব উদ্দিন লাভলু মোটরসাইকেল ও রোকনুজ্জামান রিন্টু আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুজন ছাড়া অন্য কোনো চেয়ারম্যান পদপ্রার্থী নেই। রিন্টু জেলা ছাত্রলীগের সাবেক নেতা। আর লাভলু জেলা আওয়ামী লীগের নেতা।
খানপুর এলাকায় রোকনুজ্জামান রিন্টুর বাড়ি। খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাভলুর এজেন্ট রফিকুল ইসলাম অভিযোগ করেন, আজ সকালে ভোট শুরুর পর রিন্টু কেন্দ্রে এসেছিলেন। রফিকুল ইসলামকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট হিসেবে দেখে তিনি ক্ষুব্ধ হয়েছেন। ‘ভোট শেষে সন্ধ্যার পর তাঁকে দেখে নেওয়া হবে’ এমন হুমকি দেওয়া হয়েছে বলে দাবি রফিকুল ইসলামের।
রফিকুল ইসলাম আরও অভিযোগ করেন, লায়েব উদ্দিন লাভলুর চার এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তবে ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান দাবি করেছেন, এজেন্টদের বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেনি। কোনো কারণে হয়তো তারাই ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে আসেননি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনারস প্রতীকের প্রার্থী রোকনুজ্জামান রিন্টু বলেন, ‘কোনো প্রার্থী কখনো ভোটের দিন কাউকে হুমকি দিয়ে বেড়ান না। এই অভিযোগ মিথ্যা।’ তিনি বলেন, খানপুর এলাকায় তাঁর নিজের বাড়ি বলে হয়তো এই অভিযোগ করা হচ্ছে। কিন্তু তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট চান।
অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে অবৈধ বসতি উচ্ছেদ করে প্রায় এক একর পাহাড়ি জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরীর আকবরশাহ উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে এসব বসতি উচ্ছেদ করা হয়।
৩ ঘণ্টা আগে