নাশকতা রোধে রাতে নওগাঁয় ভোটকেন্দ্র পাহারার ব্যবস্থা

নওগাঁ প্রতিনিধি
Thumbnail image

নাশকতা ঠেকাতে রাতে নওগাঁ জেলার সব ভোটকেন্দ্রে আনসার-ভিডিপি সদস্য দিয়ে পাহারার ব্যবস্থা করা হয়েছে। পাহারায় গ্রাম পুলিশ ও স্কুলের নৈশ্য প্রহরীরাদেরও যুক্ত করা হয়েছে। 

আজ শুক্রবার সন্ধ্যায় নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মওলা এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি গণমাধ্যমকে বলেন, ‘আগামীকাল (শনিবার) থেকে ভোট কেন্দ্রেগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাবেন। তবে আজকে একটি সভা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী-ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য যেসব আনসার–ভিডিপি নিয়োগ পেয়েছে, তাদের মধ্যে বাইরে যারা প্রশিক্ষণপ্রাপ্ত, এমন সদস্যদের আজ (শুক্রবার) রাত থেকেই ভোটকেন্দ্রে পাহারার জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’ 

মো. গোলাম মাওলা বলেন, ‘জেলার মোট ৬৫০টি ভোটকেন্দ্রের প্রত্যেকটিতে পাঁচজন করে আনসার আজ (শুক্রবার) রাতেই নিয়োগ করা হয়েছে। তারা ইতিমধ্যেই কেন্দ্রে চলে গিয়েছে এবং রাত থেকে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে। তাদের সঙ্গে কেন্দ্রে প্রতি এক থেকে দুজন করে গ্রাম পুলিশ থাকবে। 

এ ছাড়া স্কুলের ভোটকেন্দ্রে যেসব নাইট গার্ড আছে তাদেরও আজকে রাতে সশস্ত্র আনসার ও গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে পাহারায় রাখা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি কেন্দ্রে আটজন করে পাহারাদার আজকে রাতে থাকার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।’ 

জেলা প্রশাসক আরও বলেন, ‘একটা গ্রুপ আছে, যারা ভোটকে বানচাল করতে চায়। তারা মানুষের মনে ভীতি সৃষ্টি করতে চায়। ভোটকেন্দ্রে যাতে কেউ নাশকতা না করতে পারে সে জন্য রাতে পাহারার এই ব্যবস্থা করা হয়েছে। আমরা যেকোনো মূল্যে নওগাঁকে সুরক্ষিত রাখার জন্য বদ্ধপরিকর।’ 

এদিকে ভোটকেন্দ্রে পাহারার বিষয়টি সরেজমিন দেখতে আজ (শুক্রবার) রাত সাড়ে ৮টায় শহর এলাকার ভোটকেন্দ্র নওগাঁ জিলা স্কুলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্কুলের প্রধান ফটকে তালাবদ্ধ ছিল। ডাকাডাকি করেও কোনো সাড়া মেলেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত