Ajker Patrika

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। উপজেলার ছাতীয়ানগ্রাম রেলওয়ে স্টেশনের পাশে তিলোকপুরে এলাকায় ও রেলওয়ে থানাধীন আত্রাই স্টেশনে এ ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার ভোর ৫টার দিকে আত্রাই রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আলমগীর হোসেন (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত আলমগীর রাজশাহীর বাগমারা উপজেলার কাঁঠালবাড়ি এলাকার আব্দুল জব্বারের ছেলে। একই দিন ভোর সাড়ে ৫টার দিকে তিলোকপুর স্টেশনের পাশে একই ট্রেনে কাটা পড়ে তোজাম্মেল হক বকুল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়। মৃত তোজাম্মেল হক বকুল কুড়িগ্রাম জেলার উলিপুর থানার নারিকেল পাড়া এলাকার আব্দুল হকের ছেলে।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, ‘মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত