Ajker Patrika

লালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৬: ২৪
লালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে ডোবার পানিতে ডুবে রাফসান নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

রাফসান নবীনগর গ্রামের রাকিবুল রহমানের ছেলে। পানিতে ডুবে তার মৃত্যু হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে বাড়ির পাশে ডোবায় পড়ে যায় রাফসান। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে ডোবা থেকে তাকে উদ্ধার করে। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে শিশু রাফসানকে মৃত ঘোষণা করেন। 

রাফসানের বাবা রাকিবুল রহমান জানান, সে বাড়ির আশপাশে খেলছিল। কিছুক্ষণ পর লোকজনের চিৎকার শুনে দৌড়ে এসে পুকুর থেকে তাকে উদ্ধার করেন। 

ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, পানিতে ডুবে শিশু রাফসানের মৃত্যু হয়েছে। বর্তমান অতিবৃষ্টি ও নদীতে বানের পানি বৃদ্ধি পাওয়াই চারদিকে খালবিলে পানি জমেছে। এ বিষয়ে শিশুসহ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত