নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় আগামী ১৭ এপ্রিল থেকে সারা দেশে জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। দেশের আট বিভাগকে চার ভাগ করে এ কার্যক্রম চালানো হবে।
বিকেএসপি সূত্রে জানা গেছে, জোন-১-এ থাকছে রাজশাহী ও রংপুর বিভাগ। এই জোনে ১৭ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় খেলোয়াড় বাছাই করা হবে।
এরপর ২৭ এপ্রিল রাজশাহী বিভাগের বগুড়া, ২৮ এপ্রিল জয়পুরহাট, ২৯ এপ্রিল নওগাঁ, ৩০ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ, ২ মে রাজশাহী, ৩ মে নাটোর, ৪ মে পাবনা ও ৫ মে সিরাজগঞ্জে খেলোয়াড় বাছাই করা হবে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের খেলোয়াড় বাছাই করা হবে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে। আর্চারি, ক্রিকেট, ফুটবল, তায়কোয়ান্দো, সাঁতার, টেনিসসহ ২১টি ক্রীড়া বিভাগের খেলোয়াড়েরা বাছাই কার্যক্রমে অংশ নিতে পারবে। একজন খেলোয়াড় একাধিক খেলার বাছাইয়ে অংশ নিতে পারবে।
বিকেএসপি সূত্র আরও জানিয়েছে, সকাল ৯টা থেকে বাছাই কার্যক্রম শুরু হবে। তাতে অংশগ্রহণের জন্য বিভিন্ন ক্রীড়া বিভাগের ৮ থেকে ১২ এবং ১০ থেকে ১৩ বছর বয়সী খেলোয়াড়দের বিকেএসপির ওয়েবসাইটে আবেদন করতে হবে। প্রয়োজনীয় তথ্যের জন্য ০১৭১৩২৪৬০৪০, ০১৬০৭৫০৬২৬৬ ও ০১৭১৬৬৬২৩৩৮ নম্বরে যোগাযোগ করা যাবে।
তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় আগামী ১৭ এপ্রিল থেকে সারা দেশে জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। দেশের আট বিভাগকে চার ভাগ করে এ কার্যক্রম চালানো হবে।
বিকেএসপি সূত্রে জানা গেছে, জোন-১-এ থাকছে রাজশাহী ও রংপুর বিভাগ। এই জোনে ১৭ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় খেলোয়াড় বাছাই করা হবে।
এরপর ২৭ এপ্রিল রাজশাহী বিভাগের বগুড়া, ২৮ এপ্রিল জয়পুরহাট, ২৯ এপ্রিল নওগাঁ, ৩০ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ, ২ মে রাজশাহী, ৩ মে নাটোর, ৪ মে পাবনা ও ৫ মে সিরাজগঞ্জে খেলোয়াড় বাছাই করা হবে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের খেলোয়াড় বাছাই করা হবে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে। আর্চারি, ক্রিকেট, ফুটবল, তায়কোয়ান্দো, সাঁতার, টেনিসসহ ২১টি ক্রীড়া বিভাগের খেলোয়াড়েরা বাছাই কার্যক্রমে অংশ নিতে পারবে। একজন খেলোয়াড় একাধিক খেলার বাছাইয়ে অংশ নিতে পারবে।
বিকেএসপি সূত্র আরও জানিয়েছে, সকাল ৯টা থেকে বাছাই কার্যক্রম শুরু হবে। তাতে অংশগ্রহণের জন্য বিভিন্ন ক্রীড়া বিভাগের ৮ থেকে ১২ এবং ১০ থেকে ১৩ বছর বয়সী খেলোয়াড়দের বিকেএসপির ওয়েবসাইটে আবেদন করতে হবে। প্রয়োজনীয় তথ্যের জন্য ০১৭১৩২৪৬০৪০, ০১৬০৭৫০৬২৬৬ ও ০১৭১৬৬৬২৩৩৮ নম্বরে যোগাযোগ করা যাবে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব এলাকার সাহেলা বেগম নিজের ও তাঁর সন্তানের চিকিৎসার জন্য এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ফেরত যেতে বাধ্য হন তিনি। অন্যদিকে চরমথুরার শ্বাসকষ্টের রোগী আবুল কালাম সকাল ১০টায় এসে লাইনে দাঁড়িয়ে দুপুর ১২টার সময়ও চিকিৎসক দেখাতে
১ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দৈনিক মজুরিভিত্তিক ১৫৯ কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া একই কারণে সিটি করপোরেশনের স্থায়ী দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৭ মিনিট আগেরাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
১ ঘণ্টা আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
২ ঘণ্টা আগে