Ajker Patrika

কাগজ আর বাঁশ দিয়ে তৈরি ব্যতিক্রমী সরস্বতী দেবী

পাবনা প্রতিনিধি
বাঁশ ও কাগজের তৈরি সরস্বতী দেবী। ছবি: আজকের পত্রিকা
বাঁশ ও কাগজের তৈরি সরস্বতী দেবী। ছবি: আজকের পত্রিকা

শহরের একটি গলি, হাতে টানা রিকশায় বসে আছেন এক তরুণী। এক হাতে তাঁর বই, আরেক হাতে বীণা। সঙ্গে রয়েছে রাজহাঁসও। যেন সরস্বতী দেবীর রূপ ফুটিয়ে তোলা হয়েছে অত্যন্ত সুনিপুণভাবে।

গতকাল সোমবার পাবনার চাটমোহর উপজেলার বোঁথড় চড়কবাড়ী মাঠে দেখা গেছে ব্যতিক্রম ও নজরকাড়া সরস্বতী দেবীর এই প্রতিমা। চাটমোহরের সন্তান যাঁরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাঁরা এবার ব্যতিক্রম কিছু করার উদ্যোগে এই প্রতিমা তৈরি করেছেন। যাঁরাই দেখছেন, তাঁরাই প্রশংসা করছেন।

কারুকার্য দেখে বোঝার উপায় নেই প্রতিমাটি শুধু কাগজ আর বাঁশের ব্যবহারে তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, এটি তৈরিতে প্রায় ৮০ জন শিক্ষার্থী টানা ২১ দিন কাজ করেছেন। খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা। শিক্ষার্থী ও স্থানীয় যুবসমাজ নিজেরা চাঁদা দিয়ে খরচ জুগিয়েছেন।

হিন্দুধর্মে জ্ঞান, সংগীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী হলো সরস্বতী। তাই সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে নানা আয়োজনে সরস্বতী পূজা হয়ে থাকে। তবে এবার আলাদাভাবে নজর কেড়েছে সরস্বতী দেবীর ব্যতিক্রম এই প্রতিমা।

বোঁথড় চড়কবাড়ী এলাকার জাগতিক সংঘের সাধারণ সম্পাদক সমীর বিশ্বাস বলেন, ‘বর্তমানে সচরাচরের মানুষ ডিজে, প্যান্ডেল সাজিয়ে অনুষ্ঠান করে। আমরা যুবসমাজ মনে করলাম গতানুগতিকতা ছেড়ে আলাদা বা ভিন্ন কিছু করব। পুরোনো কিছু ভালো জিনিস আছে, যা পুরোনো বলেই সব শেষ হয়ে যায় তা নয়। আমরা সেই পুরোনো স্মৃতিগুলো মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।’

সমীর বিশ্বাস জানান, গত ২১ দিন ধরে এই প্রতিমা নির্মাণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় নির্মাণকাজ শেষ হয়। চাটমোহরের সন্তানেরা যাঁরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, তাঁরা প্রায় ৮০ জন মিলে এটি নির্মাণ করেছেন। আর এই ব্যতিক্রম প্রতিমা নির্মাণে খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা। আর নিজেরা চাঁদা দিয়ে ব্যয় বহন করেছেন।

এই শিল্পকর্মের প্রধান ভাস্কর শিল্পী ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) বিশ্ববিদ্যালয়ের ফাইন অ্যান্ড আর্টস বিভাগের শিক্ষার্থী রতন বর্মণ, আরেক ভাস্কর্যশিল্পী কৈলাশ চক্রবর্তী বলেন, ‘আমরা সরস্বতী পূজায় নতুন কিছু করতে চেয়েছি। শুধু খবরের কাগজ, কার্টন বক্স, বাঁশপাতার কাগজ ও বাঁশের ব্যবহার করে এই অনিন্দ্য সুন্দর প্রতিমা নির্মাণ করেছি।’

বাঁশ ও কাগজের তৈরি সরস্বতী দেবী। ছবি: আজকের পত্রিকা
বাঁশ ও কাগজের তৈরি সরস্বতী দেবী। ছবি: আজকের পত্রিকা

রতন বর্মণ বলেন, ‘কলকাতা শহরে হাতে টানা রিকশা ঐতিহ্য বহন করে আসছে যুগ যুগ ধরে। সেই ঐতিহ্য ধারণ করে আমাদের প্রাণের চাটমোহর শহরকে তুলে ধরার চেষ্টা করেছি। চাটমোহরেরই একজন মেয়ে গানের ক্লাস শেষে হাতে টানা রিকশায় চড়ে পুরোনো চাটমোহর শহরের গলি দিয়ে বাড়ি ফিরছেন—এমন বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি, যার মাধ্যমে মা সরস্বতীর একটি রূপ ফুটে উঠেছে। এটি মানুষকে আবেগতাড়িত করবে, আলাদাভাবে নাড়া দেবে। সবাই প্রশংসা করছে দেখে ভালো লাগছে আমাদের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত