ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে জমি দখলের জেরে দুই পক্ষের সংঘর্ষে আতোয়ার হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত ও ৭ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার আড়ানগর ইউনিয়নের বল্লা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আতোয়ার হোসেনের বাড়ি আড়ানগর ইউনিয়নের বল্লা এলাকায়। আহতরা হলেন নিহত আতোয়ারের ছেলে আবুতাহের এবং একই এলাকার বাবুর স্ত্রী মনাক্কা, ছাকোয়াদ হোসেনের ছেলে মামুন হোসেন, মৃত আইজুল ইসলামের ছেলে ছাকোয়াদ হোসেন, ছাকোয়াদ হোসেনের স্ত্রী মাহফুজা বেগম, মৃত আছির উদ্দিনের ছেলে আবেদউদ্দীন, মৃত আছির উদ্দিনের ছেলে মোজাম্মেল হক।
হতাহতের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাইসুল ইসলাম। তিনি বলেন, স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পৈতৃক সূত্রে পাওয়া আতোয়ার হোসেনের ৪৩ শতাংশ আনোয়ার হাজি কিনেছেন। এই জমি আতোয়ারের বাবা ওছির উদ্দীনের কাছ থেকে কিনেছেন বলে দাবি আনোয়ারের। ২০১৭ সাল থেকে এই জমি দখলে নেন আনোয়ার। ওই জমিতে আজ সকালে হালচাষের সময় আতোয়ার ও তাঁর লোকজন গিয়ে বাধা দেন। এ সময় আনোয়ার ১৫-২০ জন লোক নিয়ে এসে আবার জমির দখল নিতে গিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে আতোয়ার নিহত ও সাতজন আহত হন।
আহত মনাক্কা আজকের পত্রিকাকে বলেন, আনোয়ার হাজির লোকজন লাঠি, কুড়াল, দাসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমার স্বামীসহ আরও কয়েকজনের ওপরে চড়াও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দুর্বৃত্তরা আমার স্বামীকে মাটিতে ফেলে কুড়াল দিয়ে আঘাত করছে। বাধা দিলে ওই কুড়াল আমার মাথায় লাগলে মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে পড়ে যাই।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পৈতৃক সূত্রে পাওয়া আতোয়ার হোসেনের ৪৩ শতাংশ আনোয়ার হাজি কিনেছেন। এই জমি আতোয়ারের বাবা ওছির উদ্দীনের কাছ থেকে কিনেছেন বলে দাবি আনোয়ারের। ২০১৭ সাল থেকে এই জমি দখলে নেন আনোয়ার। ওই জমিতে আজ সকালে হালচাষের সময় আতোয়ার ও তাঁর লোকজন গিয়ে বাধা দেন। এ সময় আনোয়ার ১৫-২০ জন লোক নিয়ে এসে আবার জমির দখল নিতে গিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে আতোয়ার নিহত ও সাতজন আহত হন।
আহত মনাক্কা আজকের পত্রিকাকে বলেন, আনোয়ার হাজির লোকজন লাঠি, কুড়াল, দাসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমার স্বামীসহ আরও কয়েকজনের ওপরে চড়াও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দুর্বৃত্তরা আমার স্বামীকে মাটিতে ফেলে কুড়াল দিয়ে আঘাত করছে। বাধা দিলে ওই কুড়াল আমার মাথায় লাগলে মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে পড়ে যাই।
অভিযোগের বিষয় জানতে আনোয়ার হাজির মোবাইলে ফোন নম্বরে কল দিয়ে সংযোগ বন্ধ পাওয়া যায়।
ওসি রাইসুল ইসলাম বলেন, পুলিশ ঘটনস্থল পরিদর্শন করেছে। সংঘর্ষে নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য আজ দুপুরে জেলার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নওগাঁর ধামইরহাটে জমি দখলের জেরে দুই পক্ষের সংঘর্ষে আতোয়ার হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত ও ৭ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার আড়ানগর ইউনিয়নের বল্লা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আতোয়ার হোসেনের বাড়ি আড়ানগর ইউনিয়নের বল্লা এলাকায়। আহতরা হলেন নিহত আতোয়ারের ছেলে আবুতাহের এবং একই এলাকার বাবুর স্ত্রী মনাক্কা, ছাকোয়াদ হোসেনের ছেলে মামুন হোসেন, মৃত আইজুল ইসলামের ছেলে ছাকোয়াদ হোসেন, ছাকোয়াদ হোসেনের স্ত্রী মাহফুজা বেগম, মৃত আছির উদ্দিনের ছেলে আবেদউদ্দীন, মৃত আছির উদ্দিনের ছেলে মোজাম্মেল হক।
হতাহতের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাইসুল ইসলাম। তিনি বলেন, স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পৈতৃক সূত্রে পাওয়া আতোয়ার হোসেনের ৪৩ শতাংশ আনোয়ার হাজি কিনেছেন। এই জমি আতোয়ারের বাবা ওছির উদ্দীনের কাছ থেকে কিনেছেন বলে দাবি আনোয়ারের। ২০১৭ সাল থেকে এই জমি দখলে নেন আনোয়ার। ওই জমিতে আজ সকালে হালচাষের সময় আতোয়ার ও তাঁর লোকজন গিয়ে বাধা দেন। এ সময় আনোয়ার ১৫-২০ জন লোক নিয়ে এসে আবার জমির দখল নিতে গিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে আতোয়ার নিহত ও সাতজন আহত হন।
আহত মনাক্কা আজকের পত্রিকাকে বলেন, আনোয়ার হাজির লোকজন লাঠি, কুড়াল, দাসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমার স্বামীসহ আরও কয়েকজনের ওপরে চড়াও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দুর্বৃত্তরা আমার স্বামীকে মাটিতে ফেলে কুড়াল দিয়ে আঘাত করছে। বাধা দিলে ওই কুড়াল আমার মাথায় লাগলে মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে পড়ে যাই।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পৈতৃক সূত্রে পাওয়া আতোয়ার হোসেনের ৪৩ শতাংশ আনোয়ার হাজি কিনেছেন। এই জমি আতোয়ারের বাবা ওছির উদ্দীনের কাছ থেকে কিনেছেন বলে দাবি আনোয়ারের। ২০১৭ সাল থেকে এই জমি দখলে নেন আনোয়ার। ওই জমিতে আজ সকালে হালচাষের সময় আতোয়ার ও তাঁর লোকজন গিয়ে বাধা দেন। এ সময় আনোয়ার ১৫-২০ জন লোক নিয়ে এসে আবার জমির দখল নিতে গিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে আতোয়ার নিহত ও সাতজন আহত হন।
আহত মনাক্কা আজকের পত্রিকাকে বলেন, আনোয়ার হাজির লোকজন লাঠি, কুড়াল, দাসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমার স্বামীসহ আরও কয়েকজনের ওপরে চড়াও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দুর্বৃত্তরা আমার স্বামীকে মাটিতে ফেলে কুড়াল দিয়ে আঘাত করছে। বাধা দিলে ওই কুড়াল আমার মাথায় লাগলে মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে পড়ে যাই।
অভিযোগের বিষয় জানতে আনোয়ার হাজির মোবাইলে ফোন নম্বরে কল দিয়ে সংযোগ বন্ধ পাওয়া যায়।
ওসি রাইসুল ইসলাম বলেন, পুলিশ ঘটনস্থল পরিদর্শন করেছে। সংঘর্ষে নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য আজ দুপুরে জেলার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গাইবান্ধার সাঘাটায় স্থানীয় ইসলামী জলসায় অতিথি নিয়ে বিএনপি-জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে সাঘাটা বাজারে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেমুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয়দের দাবি, ওই পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
১৬ মিনিট আগেকমিটির সদস্যরা মনে করেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এ বিষয়ে জেলা জজ পদমর্যাদার একজন বিচারক দিয়ে বিচারিক তদন্ত হওয়া উচিত।
১ ঘণ্টা আগেঅতীতে দলীয় স্বার্থ উদ্ধারের জন্য পুলিশের কিছু সদস্য অপরাধে জড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাহিনীর প্রধান বাহারুল আলম। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আইজিপি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে