Ajker Patrika

আ.লীগের উপজেলা চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে পদ হারালেন শ্রমিক দলের সভাপতি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২৪, ১৮: ০৮
আ.লীগের উপজেলা চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে পদ হারালেন শ্রমিক দলের সভাপতি

বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুকে ফুলেল শুভেচ্ছা জানানোর অভিযোগে সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ ও সাংগঠনিক সম্পাদক এস আলম স্বাক্ষরিত একটি অব্যাহতিপত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে—সদ্য সমাপ্ত আদমদীঘি উপজেলা পরিষদের ডামি নির্বাচনে আওয়ামী চেয়ারম্যান সিরাজুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান। ২৫ মে ফুলেল শুভেচ্ছা প্রদানের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ে। জাতীয়তাবাদী শ্রমিক দলের একজন দায়িত্বশীল পদে থেকে, এমন কাজ করায় তাঁকে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করা হলো। সেই সঙ্গে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন ওই কমিটির সিনিয়র সহসভাপতি মাসুদ রানা।

এ বিষয়ে অব্যাহতি পাওয়া সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ফুলেল শুভেচ্ছা দিতে যাইনি। তবে সিএনজিচালিত অটোরিকশাচালকদের সমস্যা নিয়ে নতুন চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। টেবিলের ওপর ফুলের তোড়া ছিল। তোড়ার সামনে দাঁড়িয়ে ছিলাম আমি। তখনই নবনির্বাচিত চেয়ারম্যানকে আওয়ামী লীগ নেতারা ফুলেল শুভেচ্ছা দিচ্ছিলেন। হয়তো ওই ছবিতে আমাকে দেখা যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘অব্যাহতির কাগজ আমি এখনো হাতে পাইনি। ওই দিন বিএনপির আরও নেতারা সেখানে ছিলেন। কিন্তু ছবিতে তাদের দেখা যায়নি। আমি বুঝতে পারছি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত