Ajker Patrika

গ্রেনেড হামলার মূল হোতাকে এনে শাস্তি নিশ্চিত করা হবে: খায়রুজ্জামান লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১৯: ৩২
গ্রেনেড হামলার মূল হোতাকে এনে শাস্তি নিশ্চিত করা হবে: খায়রুজ্জামান লিটন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার নেতৃত্বে সরাসরি ছিলেন বেগম খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমান। খালেদা জিয়া দেশে কারাভোগ করছেন। তারেক রহমান বিদেশে পলাতক। তাঁকে দেশে ফিরিয়ে এনে গ্রেনেড হামলার শাস্তি নিশ্চিত করা হবে। 

আজ সোমবার রাজশাহী নগরীর কুমারপাড়া আওয়ামী লীগের কার্যালয়ের পাশে ২১ আগস্টের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

রাজশাহী সিটি মেয়র বলেন, ‘ওই হামলার মাধ্যমে দলীয় সভানেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগকেই নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল।’ 

পরে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত