চিরিরবন্দরে মাইক্রোবাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ 

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৯: ৫৬
Thumbnail image

দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরে মাইক্রোবাস ও মোটরসাইকেল সংঘর্ষে মিনারুল ইসলাম (১৫) ও সাকিব হোসেন (১৮) নামে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দিনাজপুর-রংপুর হাইওয়ের ভুষিরবন্দর বাজার এলাকায় আত্রাই নদীর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

মিনারুল ইসলাম সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের বীরগাঁও গ্রামের দাইবুল্লা শাহ্ পাড়ার আনিসুর রহমানের ছেলে ও সাকিব হোসেন মোকসেদুল ইসলামের ছেলে। 

স্থানীয়রা জানান, চিরিরবন্দরের তেঁতুলিয়া থেকে বিয়ের দাওয়াত খেয়ে দুই ভাই মোটরসাইকেলে চেপে নিজ বাড়ি বীরগাঁওয়ে ফিরছিলেন। আত্রাই নদীর ব্রিজের সামনে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সৈয়দপুরগামী একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ সময় চালক মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যান। 

দশমাইল হাইওয়ে থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত