ঘোড়াঘাটে অটোভ্যান–মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ জনের  

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ১৩

দিনাজপুরের ঘোড়াঘাটে অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁরা দুজনই মোটরসাইকেল আরোহী। আজ রোববার সন্ধ্যায় উপজেলার পালশা ইউনিয়নের ডুগডুগিহাট-রাণীগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন– চৌড়িয়া গ্রামের ভিখারী দাসের ছেলে বিনয় চন্দ্র দাস (২১) এবং একই গ্রামের তাইজুল ইসলামের ছেলে জিতু মিয়া (১৬)। স্থানীয় একটি গ্যারেজে মেকানিকের কাজ করতেন তাঁরা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুই যুবক মোটরসাইকেল চালিয়ে ডুগডুগিহাট বাজার থেকে রাণীগঞ্জের দিকে যাচ্ছিলেন। একই সময় যাত্রীবাহী একটি অটোভ্যান রাণীগঞ্জ বাজার থেকে ডুগডুগিহাটের দিকে যাওয়ার সময় ওই মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বিনয় চন্দ্র ঘটনাস্থলেই নিহত হয়। অপরদিকে গুরুতর আহত অবস্থায় জিতু মিয়াকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আহসান হাবিব জানান, সন্ধ্যার পরে জিতু নামের এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে আসার পথেই তার মৃত্যু হয়। 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অটোভ্যান জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পূর্বাচলে চলছে সেমস-গ্লোবাল আয়োজিত ৪ দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী

ছাত্রলীগ সভাপতি সাদ্দামকে নিয়ে টক শো স্থগিত করলেন খালেদ মুহিউদ্দীন

শরীরে ময়লা লাগায় প্রকৌশলীকে মারধর: সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে মামলা

যে কারণে ট্রাম্পকে আবার প্রেসিডেন্ট করল আমেরিকানরা

চাঁদাবাজির মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আরও
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত