দিনাজপুরের স্বপ্নপুরীতে বন বিভাগের অভিযান, ৭৪ প্রাণী জব্দ

 নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ২২: ১২
Thumbnail image
বন বিভাগের অভিযানে বিভিন্ন প্রজাতির প্রাণী জব্দ করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের নবাবগঞ্জে কৃত্রিম চিত্তবিনোদন পার্ক স্বপ্নপুরীতে অভিযান চালিয়ে সাপ, কুমির, বানর, ভালুকসহ ২২ প্রজাতির ৭৪টি বন্যপ্রাণী জব্দ করেছে বন বিভাগ।

বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ লঙ্ঘনের অভিযোগে বিশেষ অভিযানে চালিয়ে এসব বন্যপ্রাণী জব্দ করা হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, ঢাকার পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্ল্যা পাটওয়ারীর নির্দেশনায় বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক ও অসীম মল্লিকের নেতৃত্বে এবং নবাবগঞ্জ থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালায় বন বিভাগ। ছবি: আজকের পত্রিকা
দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালায় বন বিভাগ। ছবি: আজকের পত্রিকা

আজ রোববার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বপ্নপুরীর জীবন্ত চিড়িয়াখানার বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। এতে অংশ নেন দিনাজপুর সামাজিক বন বিভাগ ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকার পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক আজকের পত্রিকাকে জানান, বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও দিনাজপুর সামাজিক বন বিভাগের যৌথ অভিযানে স্বপ্নপুরী থেকে ৭৪টি বন্যপ্রাণী জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—১৭টি সম্বর হরিণ,৫টি মায়া হরিণ,৪টি কুমির,৩টি কচ্ছপ,৩টি অজগর ও ১১টি বানরসহ হনুমান, ভাল্লুক, ইগল, উল্লুক, বক, ভুবন চিল, মদনটাক, শঙ্খচিল, বেগুনি কালিম, লজ্জাবতী বানর প্রভৃতি প্রাণী।

আব্দুল্লাহ আস সাদিক আরও জানান, এসব প্রাণীর মধ্যে ৫২টি প্রাণী স্বপ্নপুরী চিড়িয়াখানার কিউরেটরের জিম্মায় রাখা হয়েছে। বাকি ২২টি প্রাণী অধিদপ্তরে নিয়ে আসা হয়েছে।

বন বিভাগের অভিযানে বিভিন্ন প্রজাতির প্রাণী জব্দ করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা
বন বিভাগের অভিযানে বিভিন্ন প্রজাতির প্রাণী জব্দ করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে জানতে চাইলে স্বপ্নপুরী মিনি চিড়িয়াখানার (কিউরেটর) তত্ত্বাবধায়ক মো. মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, চিড়িয়াখানায় সব প্রাণীর প্রয়োজনীয় কাগজপত্র আছে, খুব শিগগিরই যথাযথ কর্তৃপক্ষের কাছে কাগজপত্র হস্তান্তর করা হবে। এর আগে এক–এগারোর (২০০৭ সালের ১১ জানুয়ারি) পর অভিযান চালালে তখনো প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়েছিলেন বলে দাবি করেন মোস্তাফিজুর রহমান।

দিনাজপুর সহকারী বন সংরক্ষক মোছা. নুরুন্নাহার আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে চিড়িয়াখানার ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদ চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বন বিভাগের অভিযানে বিভিন্ন প্রজাতির প্রাণী জব্দ করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা
বন বিভাগের অভিযানে বিভিন্ন প্রজাতির প্রাণী জব্দ করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

অভিযানের সময় সামাজিক বন বিভাগ দিনাজপুরের সহকারী বন সংরক্ষক মোছা. নুরুন্নাহার, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন, রেঞ্জার আব্দুল মান্নান, হেলাল, বিট কর্মকর্তা খায়রুল ইসলামসহ বন অধিদপ্তরের কর্মকর্তা–কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বপ্নপুরী দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে ৯নং কুশদহ ইউনিয়ন পরিষদের অধীন খালিপপুর মৌজায় অবস্থিত একটি কৃত্রিম চিত্ত বিনোদন পার্ক। কুশদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেন ১৯৮৯ সালে স্বপ্নপুরীর কাজ শুরু করেন। স্বপ্নপুরী বর্তমানে পরিচালনা করেন দিনাজপুর–৬ আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মো. শিবলী সাদিক। শিবলী সাদিক একই আসনের সাবেক সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান ফিজুর ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত