Ajker Patrika

জুয়া খেলতে গিয়ে নিখোঁজ ২ জনের মরদেহ মিলল ব্রহ্মপুত্রে

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
জুয়া খেলতে গিয়ে নিখোঁজ ২ জনের মরদেহ মিলল ব্রহ্মপুত্রে

গাইবান্ধার ফুলছড়িতে নিখোঁজের দুদিন পর দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের গলনারচর ও বাইনকার চর থেকে ভাসমান অবস্থায় তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মৃত ব্যক্তিরা হলেন—ফারুক হোসেন (৫০) ও সোনা মিয়া (৫৫)। ওমর ফারুক হোসেন ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদখালী গ্রামের মৃত নজলার রহমানের ছেলে ও সোনা মিয়া কাতলামারি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। 

এর আগে গত বুধবার রাতে নিখোঁজ হন ওমর ফারুক ও সোনা মিয়া। ওমর ফারুক ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদখালী গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। 

স্থানীয়রা জানান, গত বুধবার রাতে উপজেলার কালিরক্যাশ নামক চরে জুয়া খেলতে গিয়ে নিখোঁজ হয় ফারুক ও সোনামিয়া। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায় শুক্রবার সকালে ব্রহ্মপুত্র নদে তাদের মরদেহ ভাসতে দেখতে পাওয়া যায়। পরে পুলিশে খবর দেন স্থানীয়রা। 

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় ফারুক ও সোনা মিয়া নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নিখোঁজের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত