Ajker Patrika

জমি নিয়ে বিরোধে বৃদ্ধাকে লাঠি দিয়ে মারধর, থানায় অভিযোগ 

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
জমি নিয়ে বিরোধে বৃদ্ধাকে লাঠি দিয়ে মারধর, থানায় অভিযোগ 

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে আলেকজান নেছা (৬০) নামের এক বৃদ্ধাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত বৃদ্ধা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। 

এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে বৃদ্ধার ছেলে আক্কাস আলী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে, গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। 

বৃদ্ধাকে মারধরের ঘটনায় অভিযুক্তরা হলেন, উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রাম এলাকার আব্দুল লতিফ (৫২), তাঁর স্ত্রী আলীজন নেসা (৫০), তাঁদের দুই ছেলে আরিফুল ইসলাম (৩৩), সাইফুল ইসলাম (২৭)। আহত বৃদ্ধা আলেকজান নেছা উপজেলার ওই ইউনিয়নের একই এলাকার আব্দুস সাত্তারের স্ত্রী। 

আহত বৃদ্ধা আলেকজান নেছার ছেলে আক্কাস আলী প্রায় ৪২ হাজার টাকা দিয়ে অভিযুক্তদের থেকে ২ শত জমি ক্রয় করেন। কিন্ত সেই ক্রয়কৃত জমি অভিযুক্তরা রেজিস্ট্রি দিতে টালবাহানা শুরু করেন। এ নিয়ে স্থানীয়ভাবে আপোষ মিমাংষার চেষ্টা করেও কোনো ফল হয়নি। 

পরে বৃদ্ধা আলেকজান নেছা জমির স্থানে গেলে অভিযুক্তদের সঙ্গে বিরোধ বাধে। এর একপর্যায়ে অভিযুক্তরা বাঁশের লাঠি দিয়ে ওই বৃদ্ধাকে এলোপাতারি মারধর শুরু করে। এ সময় তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করান। 

আহত বৃদ্ধা আলেকজান নেছা বলেন, ‘আমার ছেলে জমির জন্য তাদের টাকা দিছে। কিন্ত তারা সেই জমি লিখে দিচ্ছে না। আজকাল করে ঘুরাচ্ছে। আমি একটু ওই জমির ওপর গেছি তাতেই তারা ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে। আমি বিচার চাই।’ 

এ বিষয়ে অভিযুক্ত আরিফুল ইসলাম বলেন, ‘তারা যে অভিযোগ করেছে তা মিথ্যা, বানোয়াট। আমরা তাদেরকে কোনো মারধর করিনি।’ 

এ বিষয়ে আহত বৃদ্ধার ছেলে আক্কাস আলী বলেন, ‘ওরা জমি বিক্রি করবে জানতে পেরে আমি নিতে চাই। এমনকি তাদের ২ শতক জমির যা দাম তাই দিয়ে দেই। কিন্ত তারা রেজিস্ট্রি দেয় না। রেজিস্ট্রির কথা বললেই টালবাহানা শুরু করে। আর আমার মা সেই জমিতে গেছে তা দেখে তারা ক্ষিপ্ত হয়ে আমার বৃদ্ধা মাকে মারধর করে। আমার বৃদ্ধা মায়ের কি দোষ?’ 

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল হক বলেন, ওই বৃদ্ধার গলায় ও হাতে আঘাত লেগেছে। ওনাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত