গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের বাসিন্দ মো. ইনসান আলী। বয়স প্রায় ৭০ বছর। তিনি কামারের কাজ করেন বালাসী রোডের কঞ্চিপাড়া এলাকায়। যে সময় গাইবান্ধাসহ দেশ ও দেশের বাইরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শ্রমজীবী সংগঠন তাদের দাবি আদায়ে শোভাযাত্রা ও আলোচনা সভা করছে। সেই সময় আহারের জন্য কাজ করছেন ইনসান আলী। কেননা, তাঁর রোজগারের টাকায় চলে সংসার। প্রতিদিন যে টাকা আয় করেন, সেই টাকায় চলে আট সদস্যের সংসার।
ইনসান আলী জানেন না আজ পয়েলা মে। দিনটি সম্পর্কে তাঁর কোনো ধারণাও নেই। এই দিন সম্পর্কে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বন্ধের দিন হলেই হবে? কাজ না করলে খামু কী? বসে থাকলে কেউ কি আজ খাবার দেবে? পাকিস্তান আমল থেকেই এই কামারির কাজ করি।’ এই সময়টা বসে থাকার সময় নয়। এখন ধান কাটার সময়। এই সময় কাঁচির কাজ বেশি হয়। এখন একটু বেশি টাকা ইনকাম হয়। সেই দিনের টাকা দিয়ে চাল, ডাল তরকারিসহ সংসারের অন্যান্য দায় মেটান। তিনি আরও বলেন, ‘বাজারে জিনিসের যে দাম, তা তো কেউ কমবার পায় না। ছুটি ভোগ করলে হামার মতো কামলারা এই দিন কী খায়ে বাঁচবে?’
শহরে মোটরসাইকেলের গ্যারেজে কাজ করছেন রাজু মিয়া। তিনি বলেন, ‘কিসের ছুটি! এক দিন অসুখ হয়ে ঘরে পড়ে থাকলেই খাবার জোটে না। যে আকালের দেশ, তাতে আবার বসে থাকা আছে? দিনের আয় দিয়ে দিনেই সংসার চলে না!’
শহরের কাপড়ের দোকানের কর্মচারী হেলাল মিয়া বলেন, ‘ঈদের দিন থেকে লম্বা ছুটি কাটিয়েছি। সেই সময় পুষিয়ে দিতে আজও কাজে আসা তাঁর। তিনি আরও বলেন, ছেলেমেয়ে নিয়ে নিজের বেতনের টাকা দিয়ে সংসার চলে না। তার পরও বেড়েছে ছেলেমেয়ের বই খাতার দাম আর স্কুলের বেতন। তাই ঘরে বসে থাকার সময় নেই।’
চায়ের দোকানদার বেলাল মিয়া বলেন, ‘দেশের অবস্থা অতটা ভালো নয়। লোকজন চায়ের দোকানে আগের মতো আড্ডা দিয়ে আর চা খায় না। এখন ট্যাকা পয়সার দরকার। তার পরও ব্যবসা-বাণিজ্য ভালো নয়। এ জন্যই ছুটির দিনও দোকানদারি করছি।’
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের বাসিন্দ মো. ইনসান আলী। বয়স প্রায় ৭০ বছর। তিনি কামারের কাজ করেন বালাসী রোডের কঞ্চিপাড়া এলাকায়। যে সময় গাইবান্ধাসহ দেশ ও দেশের বাইরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শ্রমজীবী সংগঠন তাদের দাবি আদায়ে শোভাযাত্রা ও আলোচনা সভা করছে। সেই সময় আহারের জন্য কাজ করছেন ইনসান আলী। কেননা, তাঁর রোজগারের টাকায় চলে সংসার। প্রতিদিন যে টাকা আয় করেন, সেই টাকায় চলে আট সদস্যের সংসার।
ইনসান আলী জানেন না আজ পয়েলা মে। দিনটি সম্পর্কে তাঁর কোনো ধারণাও নেই। এই দিন সম্পর্কে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বন্ধের দিন হলেই হবে? কাজ না করলে খামু কী? বসে থাকলে কেউ কি আজ খাবার দেবে? পাকিস্তান আমল থেকেই এই কামারির কাজ করি।’ এই সময়টা বসে থাকার সময় নয়। এখন ধান কাটার সময়। এই সময় কাঁচির কাজ বেশি হয়। এখন একটু বেশি টাকা ইনকাম হয়। সেই দিনের টাকা দিয়ে চাল, ডাল তরকারিসহ সংসারের অন্যান্য দায় মেটান। তিনি আরও বলেন, ‘বাজারে জিনিসের যে দাম, তা তো কেউ কমবার পায় না। ছুটি ভোগ করলে হামার মতো কামলারা এই দিন কী খায়ে বাঁচবে?’
শহরে মোটরসাইকেলের গ্যারেজে কাজ করছেন রাজু মিয়া। তিনি বলেন, ‘কিসের ছুটি! এক দিন অসুখ হয়ে ঘরে পড়ে থাকলেই খাবার জোটে না। যে আকালের দেশ, তাতে আবার বসে থাকা আছে? দিনের আয় দিয়ে দিনেই সংসার চলে না!’
শহরের কাপড়ের দোকানের কর্মচারী হেলাল মিয়া বলেন, ‘ঈদের দিন থেকে লম্বা ছুটি কাটিয়েছি। সেই সময় পুষিয়ে দিতে আজও কাজে আসা তাঁর। তিনি আরও বলেন, ছেলেমেয়ে নিয়ে নিজের বেতনের টাকা দিয়ে সংসার চলে না। তার পরও বেড়েছে ছেলেমেয়ের বই খাতার দাম আর স্কুলের বেতন। তাই ঘরে বসে থাকার সময় নেই।’
চায়ের দোকানদার বেলাল মিয়া বলেন, ‘দেশের অবস্থা অতটা ভালো নয়। লোকজন চায়ের দোকানে আগের মতো আড্ডা দিয়ে আর চা খায় না। এখন ট্যাকা পয়সার দরকার। তার পরও ব্যবসা-বাণিজ্য ভালো নয়। এ জন্যই ছুটির দিনও দোকানদারি করছি।’
সরকারি পৃষ্ঠপোষকতায় ফিলিস্তিনের গাজায় গিয়ে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য বিভিন্ন হাসপাতালের ১০০ নার্স ও নার্সিং শিক্ষার্থী সরকারের অনুমোদন চেয়েছেন। আজ রোববার সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে প্রধান উপদেষ্টাসহ পাঁচজন উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়। ১০০ নার্সের পক্ষে
২৯ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে মেহেদী হাসানসহ পরিবারের সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। রোববার (১৩ এপ্রিল) দুপুরে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর মা। এর আগে গতকাল শনিবার রাতে ময়মনসিংহের একটি হাসপাতালে ওই কিশোরীর গর্ভপাত করানো হয়
৩৪ মিনিট আগেবাঙালি নববর্ষ পয়লা বৈশাখের অন্যতম আকর্ষণ পান্তা-ইলিশ। তাই এই উৎসবকে পুঁজি করে পটুয়াখালীর পাইকারি মাছ বাজারে আকাশচুম্বী ইলিশের দাম।
৩৬ মিনিট আগেরংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে টাঙানো চিকিৎসকদের কর্মবিরতি ব্যানারের নিচে হাঁসফাঁস করছিলেন ঝাঁকুয়াপাড়া গ্রামের রোগী বৃদ্ধ আব্দুল মজিদ। তাঁর একটু সামনে দুই বছরের অসুস্থ শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন নারায়ণজন গ্রামের গৃহবধূ চায়না বেগম।
৪২ মিনিট আগে